২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সর্বোচ্চ ১৫ লাখ ৮১ হাজারের বেশি আক্রান্তের রেকর্ড হয়েছে। একদিনে প্রাণহানি হয়েছে ৬ হাজার ৮৬৪ জন। এ নিয়ে বিশ্বে মোট আক্রান্ত ছাড়ালো ২৮ কোটি ৪৮ লাখ। আর ৫৪ লাখ ৩৮ হাজার ছাড়িয়ে গেলো মোট প্রাণহানির সংখ্যা।
করোনার ডেল্টা এবং ওমিক্রন ভ্যারিয়েন্টের একযোগে প্রাদুর্ভাব সংক্রমণের সুনামি তৈরী করেছে বলে বুধবার জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ইউরোপেও ব্যাপক তান্ডব চালাচ্ছে ওমিক্রন। ফ্রান্সে প্রথমবারের মতো সর্বোচ্চ ২ লাখ ছাড়িয়ে গেছে আক্রান্তের সংখ্যা। ব্রিটেন, স্পেন, এবং ইতালিতেও ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হয়েছে। একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্রও। ২৪ ঘণ্টায় ৪ লাখ ৬৪ হাজারের বেশি আক্রান্ত এবং ১ হাজার ৬৬৬ জনের মৃত্যু হয়েছে দেশটিতে।
এখন পর্যন্ত ভাইরাসটি থেকে সুস্থ হয়েছে ২৫ কোটি ২৩ লাখের বেশি মানুষ।