করোনা ভাইরাসের কারণে অসহায় মানুষের জন্য ফের ২৪ ঘণ্টা জরুরি টেলিমেডিসিন সেবা দেবার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে প্রায় শতাধিক চিকিৎসক টেলিফোনে জরুরি স্বাস্থ্যসেবায় নিয়োজিত থাকবেন।
সোমবার (৫ এপ্রিল) চিকিৎসকদের নাম ও মোবাইলসহ বিস্তারিত প্রকাশ করেছে কেন্দ্রীয় যুবলীগ। দেশের যে কোন স্থান হতে প্রকাশিত নাম্বারে ফোন করে সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শ নেয়া যাবে। সময় সমন্বয় করে ২৪ ঘণ্টা অব্যাহত থাকবে সেবা কার্যক্রম।
২৪ ঘণ্টা জরুরি টেলিমেডিসিন সেবা কার্যক্রমের সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলী। সমন্বয়কের দায়িত্ব পালন করবেন- সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন, স্বাস্থ্য সম্পাদক ডাঃ ফরিদ রায়হান, উপ-স্বাস্থ্য সম্পাদক ডাঃ মাহফুজার রহমান উজ্জ্বল, সহ-সম্পাদক ডাঃ মনজুরুল ইসলাম ভূঁইয়া রাফি, নির্বাহী সদস্য ডাঃ আওরঙ্গজেব আরু, নির্বাহী সদস্য ডঃ মোঃ রায়হান সরকার রিজভী।
মানবসেবামূলক এধরণের উদ্যোগ সম্পর্কে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, “রাজনীতি হচ্ছে মানুষের জন্য। মানুষের সেবা করাই যুবলীগের রাজনীতির মূল লক্ষ্য। মানুষের জন্য যুবলীগ যেমন রাজপথে নামে, তেমনি মানুষের দুর্যোগ-দুর্বিপাকে যুবলীগ সবসময় মানুষের পাশে দাঁড়ায়। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’র নির্দেশে করোনাকালে এধরণের উদ্যোগ অব্যাহত থাকবে। যেকোন সংকটে-সংগ্রামে-মানবিকতায় যুবলীগ থাকবে মানুষের পাশে।”
জানতে চাইলে যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল বলেন, “রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ভাইয়ের পরামর্শে আমরা মানুষের পাশে রয়েছি। করোনার কারণে লকডাউনে থাকা অসহায় মানুষের চিকিৎসা সেবা অব্যাহত রাখতে আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। ঘরে বসেই যেন তারা চিকিৎসকের পরামর্শ নিতে পারেন, সেজন্য টেলিমেডিসিন সেবার উদ্যোগ নেয়া হয়েছে। জনগণ কিছুটা উপকার পেলেই আমরা স্বার্থক।”
প্রধান সমন্বয়ক ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলী বলেন, “আমাদের চেয়ারম্যান, সাধারণ সম্পাদকের নির্দেশে যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে থাকা চিকিৎসকদের নিয়ে টেলিমেডিসিন টিম গঠন করা হয়েছে। সমন্বয় করে ২৪ ঘণ্টাই আমরা চিকিৎসা দেব। জরুরি প্রয়োজনে অক্সিজেন সহায়তাও প্রদান করা হবে।”
এর আগে করোনা প্রথম সংক্রমণের ধাপে গত বছর এপ্রিলে রাজধানীতে অসহায় মানুষের সেবায় ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করে কেন্দ্রীয় যুবলীগ। গত বছর ২৬ মার্চ থেকে অঘোষিত লকডাউন শুরুর পর হতে সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে যুবলীগের নেতাকর্মীরা বিনামূল্যে খাদ্য সামগ্রী, মাস্ক, হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজার, হেক্সিসলসহ স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করে। এছাড়া করোনা-আক্রান্ত মৃতদেহ দাফন-কর্মে যুবলীগ আত্মনিয়োগ করে।
টেলিমেডিসিন সেবাদানকারী চিকিৎসক ও তাদের ফোন নম্বর:
সমন্বয়ক কমিটি
ডাঃ খালেদ শওকত আলী-০১৭৫৫৫৭৭৫৮৯, ডাঃ মোঃ হেলাল উদ্দিন-০১৮১৯২৭৫২১২, ডাঃ ফরিদ রায়হান-০১৭১১৩৭৬৭১৬, ডাঃ মাহফুজার রহমান উজ্জ্বল-০১৮১৮৭১৫৮৮৫, ডাঃ মনজুরুল ইসলাম ভূঁইয়া রাফি-০১৭১২০০৯১৬০, ডাঃ আওরঙ্গজেব আরু-০১৭১১১১০৬৭৯, ডঃ মোঃ রায়হান সরকার রিজভী-০১৫১৮৪৭৪২৯৮, মোঃ নাজমুল হাসান-০১৭১২৭৩৯৮০৬, ডাঃ নুরুল ইসলাম হাসিব-০১৮১৮৭৯৫৯৭৬, ডাঃ স¤্রাট নাসের খালেদ-০১৭১৭৪৬৩৩৮৩, ডাঃ মফিজুর রহমান জুম্মা-০১৬৭০২৪২৯৬৭, ডাঃ মোঃ আতিকুর রহমান-০১৭৪৮৪৭৯০৯৮, ডাঃ মো জাহাঙ্গীর আলম জুয়েল-০১৭২২১২২১৫২।
সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত
ডাঃ তানিয়া খালেদ-০১৭৫৩৫৫২৫৫৬, ডাঃ মোঃ বনি ইয়ামিন খান-০১৭৪০২৩৩৯৫১,ডাঃ মোঃ ইবরাহিম খলিল জিলন-০১৭৯৬২৯৯৮৯৮, ডাঃ মোঃ মাহফুজুল হাসান খান সৈকত-০১৬৭৩৬৯৯০৩৮, ডাঃ এস এম সাঈদ উল আলম-০১৯১১৮৯৬৮৮৪, ডাঃ শাহরিয়ার তাহমিদ ফয়সাল-০১৬১৮৬৮৪৫৪৫, ডাঃ নৌশিন নাহিদ তাম্মি-০১৭৫১০৯৮৯১১, ডাঃ নাসের বদরুদ্দোজা-০১৭০৩০৪৯০১২, ডাঃ সঞ্জয় সাহা-০১৭৭১৯৪২২৬১, ডাঃ মোঃ নুরুজ্জামান-০১৭১১২৪৭৬৯৬, ডাঃ মোঃ সাজ্জাদ আল হাসান-০১৫১৫২০১৭২৮, ০১৭৬৮১৯৯২৯৩, ডাঃ নাজমুল হক-০১৭১৫৮৭১২৮৭, ডাঃ শান্ত দেবনাথ-০১৮৬৩৭৫৪৭৯০, ডাঃ মোঃ ফেরদৌস রাসেল-০১৭১০৪৩২৫৫৬, ডাঃ রাকিব উদ্দিন-০১৮১৮০৬৫৯৩০, ডাঃ দেবাশীষ চক্রবর্তী দেবু-০১৭৭৫৭৩৯৬৩৪।
বেলা ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত
অধ্যাপক ডাঃ মোঃ আবু তাহের ০১৮১৬৩৫৭৩৫৫, অধ্যাপক ডাঃ আশিস কুমা বণিক ০১৭১৩৩৭৫২৭৮, ডাঃ মুস্তাকিম আহমেদ-০১৬২৮৯৭৮৪১৮,ডাঃ মোঃ আমিনুর রহমান অপু-০১৭১১৩৯০০৩৭,ডাঃ রাজিয়া সুলতানা তুলি-০১৬৮৪১৯৪৬০৯, ডাঃ আইনুন আহমেদ-০১৭২৫৬০৮৪৪৫, ডাঃ তোফাজ্জল হোসেন লিমন-০১৭১৭৬৩৯৮৭৯, ডাঃ সৈয়দ কুদরত ই খুদা সন্ধি-০১৭১৭৪৩৭১৩৭, ডাঃ নুরিন নাজিয়া নাওয়ার-০১৮৪৩৩৭২৫৭৫, ডাঃ নাফিজ ইমতিয়াজ-০১৬৭০৭৮০৮৭০, ডাঃ আব্দুল্লাহ আল মামুন-০১৬৩৯৬৬৪৩৬৬, ডাঃ সৈয়দ মোঃ শহীদ-০১৬৮৪৫০১০৫৯, ডাঃ রাহাত বিন আমিন-০১৭৮৬৪১১১১৯, ডাঃ অন্তরদ্বীপ নন্দী-০১৭৭৪১৪৮১৫৫, ডাঃ তনুশ্রী প্রামানিক-০১৭১৬০৫৭৭৭৮, ডাঃ চয়ন বিশ্বাস-০১৬৮৩৫১১৮৯১, ডাঃ সোহরাব হোসেন-০১৬১১৭৫১০৫৫, ডাঃ হিমেল চাকমা-০১৮৪১২৩২৩০৩, ডাঃ শেখ ইসতিয়াক আশিক-০১৭২০৫৯৬৫২২, ডাঃ গোলাম কিবরিয়া চৌধুরী রাজিব-০১৭১৯১৩৯৭৭৬।
বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত
ডাঃ আরেফিন পাটোয়ারী জুয়েল-০১৭১১১১৯৮৪১, ডাঃ ফারজানা মুনমুন-০১৭১১৪৬৫৬১৮, ডাঃ কাজী আরিফুল ইসলাম-০১৬১১৩০৯৫০৫, ডাঃ মাকাম মাহমুদ-০১৯২৪৬৫৬৬১১, ডাঃ ফারহান আনজুম-০১৭০৬০৭২৩১৯, ডাঃ সাদিয়া ইসলাম প্রজ্ঞা-০১৬২৩৪১৪৮৩৮, ডাঃ কাউছার হোসাইন নয়ন-০১৮৩৫০৮২৪৬৩, ডাঃ মহিউদ্দিন মাহমুদ গালিব-০১৭২৩০৭৮৯৩৬,ডাঃ ফিরোজ আলী মুফতি-০১৭১৬১৭২৯১৩, ডাঃ যুবায়ের ইবনে খায়ের-০১৬৩০৪৪৭৮৩৩, ডাঃ তাপস দাশ-০১৯১২১৬৫০৪০, ডাঃ জাহিদ হাসান পলাশ-০১৬১০০২৫৫৫৩, ডাঃ মোস্তাফা হাসান নূর জায়েদ-০১৭৯০২৮৯৪৭৪, ডাঃ আলীনূর রাজিব-০১৭২৭৩৭৪২৭৫, ডাঃ সামিউল হাসান সুমিত-০১৭৬৭৩৬১৫০২৩, ডাঃ সৈয়দ হোসাইন আহমেদ রাসেল-০১৩০৪০০৬০০০, ডাঃ খন্দকার শিবলী শাকিল-০১৬৭৪৮৯১০৯০, ডাঃ আফরোজা আক্তার-০১৭১২৭২৫২৫৭, ডাঃ মুশফিকুজ্জামান আকন্দ-০১৯৩১৪১৫৪৪৬, ডাঃ মোঃ মুদাচ্ছির নাজির প্রিনন-০১৭৭৭৬৪৪৮৮৪।
রাত ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত
ডাঃ খন্দকার মোবাশ্বের-০১৬৭০১৯৫৩৪৮, ডাঃ মাজহারুল হক-০১৭১৫২৪৮১৮৫, ডাঃ নাঈমুল হাসান প্লাবন-০১৫২১২১১১১৭, ডাঃ সুদীপ্ত-০১৭২৫৬০৮৪৪৫, ডাঃ মাসুদ পারভেজ-০১৭১২৯৫৩১৮৩, ডাঃ তারিক হাসান সুইট-০১৭৩৭৮৬৯৯৮৬, ডাঃ নুরুল ইসলাম শাহীন-০১৭৪০৯২৬১৪৮, ডাঃ রিপন চৌধুরী-০১৭৮২৩০৩০৮০, ডাঃ সজীব রায়-০১৬৮৯২৫৭৩২১, ডাঃ মোঃ আব্দুল্লাহ-০১৭৪২১৩৮৯৫৫, ডাঃ মঈনুল হাসান শাকিল-০১৭৩৬৪৯৪৪৫৫, ডাঃ ইবরাহিম খলিল-০১৭২১৩৭৪০৩০, ডাঃ নুরুল আজম-০১৭৫০৯৪০৬৯৭, ডাঃ শরীফুল ইসলাম সজীব-০১৯১৬৬৫২২৫৬, ডাঃ রিজওয়ানুল আহসান-০১৭১১৪৬৫৪০৫, ডাঃ সোহেল পারভেজ সুমন-০১৬৭০৩৩৪১২৩, ডাঃ জুয়েল রানা-০১৯১১৮৩৪৪৫৭, ডাঃ দেবাশীষ বিশ্বাস-০১৭২২৫২১৬৫১, ডাঃ নাজমুল হাসান সানি-০১৬৭৪১৬২৫০২, ডাঃ মাহমুদুল ইসলাম সোহাগ-০১৭৫৬৯৭০৪১২।
রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত
ডাঃ মোঃ আব্দুল আহাদ-০১৭৯৫১১৭১৭৬, ডাঃ কাজী মেসবাহ উদ্দিন-০১৮১২১২৬৩৩৪, ডাঃ সাগর মোল্লা-০১৭২৩৮৪২৫৬২, ডাঃ হাদী-উর-রশীদ-০১৭১২২৮০২৬২, ডাঃ নবারুন গোস্বামী জন-০১৭২১২৮১২০২, ডাঃ মোঃ বাবর চৌধুরী বাবু-০১৬৭৪৩৮৫৭৮০, ডাঃ সাঈদ মাসুদ-০১৭১৭৫৭৮৪৩২,ডাঃ মোঃ সাকের-০১৭০৪৫৯৭০৬৫, ডাঃ মাসুদ রানা-০১৭৩৭৮৪৮২৫৮, ডাঃ হাসানুল হক বান্না-০১৭৩৮১৫৪৮২৫, ডাঃ আল নোমান-০১৭৩৭১১০৮৭৯, ডাঃ সামিদ সিদ্দিকী-০১৬৭৮৭১০৩১৩, ডাঃ ইমাম হাসান-০১৭২৭৮৪১৯৩৩, ডাঃ রোমান-০১৭৮৮৬২৭৮৪০, ডাঃ ওয়ালিদ খান সাগর-০১৭১১২৮৩৬৭৭, ডাঃ মেহেদী হাসান রিয়াদ-০১৯৬৩৩৯১৯৯২, ডাঃ সাইফুল ইসলাম সোহাগ-০১৭১১২৮৩৬৭৭, ডাঃ নাজমুল ইসলাম-০১৮১২৫১৮১৮৫, ডাঃ আলভী রহমান-০১৭১৭৯৬৫৪০৯, ডাঃ মনির হোসেন-০১৯২০৭৬৭৪৯০।