সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৪৮ রানে জিতেছে আফগানিস্তান। গতকাল বুধবার (১৭ মার্চ) আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের দেওয়া ১৯৯ রানের লক্ষ্য তাড়া করে জিম্বাবুয়ে থামে ১৫০ রানে। এ জয়ের ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল আফগানিস্তান। এই ম্যাচে চার ওভারে ২৮ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছেন আফগান লেগ-স্পিনার রশিদ খান।
আর এই ৩ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রশিদ খানের উইকেট সংখ্যা এখন ৯২। এদিকে, একই ফরম্যাটে বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের উইকেট সংখ্যাও ৯২। তবে ৯২ উইকেট নিতে রশিদ খেলেছেন মাত্র ৪৯ ম্যাচ। অন্যদিকে ৯২ উইকেট নিতে সাকিবের লেগেছে ৭৬ ম্যাচ। যার ফলে ২৭ ম্যাচ কম খেলেই সাকিবকে ছুঁয়ে ফেললেন রশিদ খান।