1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৫৬ পূর্বাহ্ন

২৯ কেজি বাগাইড় ৩৪ হাজার ৮০০ টাকায় বিক্রি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ২৯ কেজি ওজনের একটি বাগাইড় মাছ ধরা পড়েছে। দীর্ঘদিন ধরেই পদ্মা নদী থেকে বিপন্ন প্রজাতির এই বাগাইড় মাছ ধরছেন স্থানীয় জেলেরা। এসব মাছ আবার আড়তে প্রকাশ্যে নিলামে বিক্রি হচ্ছে। দীর্ঘদিন ধরে পদ্মা নদী থেকে শত শত বাগাইড় মাছ ধরা পড়লেও এই মাছ ধরা বন্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি মৎস্য বিভাগ।

 

বৃহস্পতিবার (২২ জুন) ভোর ৬টার দিকে স্থানীয় জেলে আজগর হালদারের জালে মাছটি ধরা পড়ে। মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে যায়। সেখান থেকে দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ ১ হাজার ২০০ টাকা কেজি দরে ৩৪ হাজার ৮০০ টাকায় ক্রয় করেন।
জেলে আজগর হালদার বলেন, বেশ কিছুদিন পদ্মায় বড় কোন মাছ পাওয়া যাচ্ছিলো না। পদ্মায় পানি বেড়েছে। এই সময় বড় মাছ পাওয়া যায়। বৃহস্পতিবার ভোরে দৌলতদিয়ার ফেরিঘাটের অদূরে জাল ফেলি। এসময় জালে বড় আকৃতির একটি বাগাইড় মাছ পাওয়া যায়। পরে মাছটি দৌলতদিয়া মৎস্য আড়তে বিক্রি করি।

দৌলতদিয়া ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, মাছটি উন্মুক্ত দরে ৩৪ হাজার ৮০০ টাকায় ক্রয় করেছি। সামান্য লাভ হলেই বিক্রি করে দিবো। জেলা মৎস্য কর্মকর্তার সাথে বিপন্ন প্রজাতির বাগাইড়ের ব্যাপারে ফোন করা হলে তিনি বলেন, আমি ঢাকায় একটি সভায় আছি। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, আপনি ভালো একটি বিষয় তুলে ধরেছেন। আসলে বাগাইড় মাছ ধরা নিষেধ। সেগুলো আবার প্রকাশ্যে বিক্রি হয়। আমি মৎস্য কর্মকর্তার সাথে কথা বলে ব্যবস্থা নিচ্ছি।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি