1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৮:৩৩ পূর্বাহ্ন

৩২ সেকেন্ডে গোল, তবু জেতেনি জুভেন্টাস

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

রেফারি খেলা শুরুর বাঁশি বাজানোর ৩২ সেকেন্ডের মাথায় চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকে দ্রুততম গোলের রেকর্ড গড়েছেন সার্বিয়ান ফুটবলার দুসান ভ্লাহোভিচ। তার গোলে লিড পেয়েছিল জুভেন্টাস। যদিও শেষ পর্যন্ত জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়তে পারেনি তুরিনের বুড়িরা।

মঙ্গলবার রাতে হওয়া শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে মার্সিমিলিয়ানো অ্যালেগ্রির শিষ্যরা।

ঘরের মাঠে কিক অফ দিয়ে খেলা শুরু করেছিল ভিয়ারিয়াল। এক খেলোয়াড়ের ভুল পাসে বল পেয়ে যান ব্রাজিলিয়ান সেন্ট্রাল ব্যাক দানিলো। তার দেয়া লম্বা পাসে প্রতিপক্ষের ডি বক্সের ভেতর বল নেন ভ্লাহোভিচ। তাকে কড়া পাহারায় রাখা দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ডান পায়ের মাটি কামড়ানো শটে বল জালে জড়িয়ে ভ্লাহোভিচ জুভদের এগিয়ে দেন।

এর আগে ১৯৯৫ সালের সেপ্টেম্বরে চ্যাম্পিয়ন্স লিগে সাবেক জার্মান মিডফিল্ডার আন্দ্রেয়াস মোলার ৩৮ সেকেন্ডে গোল করেছিলেন। এতদিন সেটাই ছিল ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসরে অভিষেকে সবচেয়ে কম সময়ে গোল করার রেকর্ড। বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে মোলার সেই গোলটি জুভেন্টাসের বিপক্ষে করেছিলেন।

মোলারের সেই গোলের পরও ৩-১ গোলে হেরেছিল ডর্টমুন্ড। ভিয়ারিয়ালের মাঠে শেষ ষোলোর প্রথম লেগে হোঁচট খেলেও খানিক সান্ত্বনা পেতে পারে জুভেন্টাস। ভ্লাহোভিচের রেকর্ড গড়ার রাতে হারের বেদনা পেতে হয়নি।

১৯৯৭ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২০ বছর ৩০৮ দিন বয়সে গোল করে চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের হয়ে অভিষেকে গোল করেছিলেন কিংবদন্তি আলেসান্দ্রো ডেল পিয়েরো। তারপর দ্বিতীয় কম বয়সী ফুটবলার হিসেবে এই টুর্নামেন্টে অভিষেকে গোল করলেন সার্বিয়ান স্ট্রাইকার ভ্লাহোভিচ (২২ বছর ২৫ দিন)।

এক গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করেছিল অতিথিরা। ৬৬ মিনিটের মাথায় বক্সের বাইরে বাঁ প্রান্তে থাকা ইটিয়েন্নে কাপৌনে লম্বা পাসে বল বাড়ান। সেটি দখল করে বাঁ পায়ে ঠাণ্ডা মাথায় ফিনিশিং দিয়ে ভিয়ারিয়ালকে সমতায় ফেরান ড্যানিয়েল পারেজো। তার লক্ষ্যভেদেই ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি