দিনাজপুরে বাসচালককে মারধর করার জেরে শনিবার সকাল সাড়ে ১০টা থেকে জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিচারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে দুপুর দেড়টা থেকে আবারো বাস চলাচল স্বাভাবিক হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি। তিনি জানান, দুপুর দেড়টা পর্যন্ত বাস চলাচল বন্ধ ছিল। আশ্বাসের পরিপ্রেক্ষিতে বর্তমানে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।
শনিবার সন্ধ্যা ৭টায় স্থানীয় প্রশাসন, পুলিশ বিভাগ ও মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ বিষয়টির চূড়ান্ত সমাধানে বৈঠক করবেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার চাম্পাতলী নামক স্থানে একজন বাসচালক মারধরের শিকার হয়। খবরটি পরিবহন শ্রমিকদের মাঝে ছড়িয়ে পড়লে প্রতিবাদ করে এবং শনিবার সকালে বাস টার্মিনাল এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। একপর্যায়ে তারা জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেয়।