বুধবার (১০ মার্চ) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, জিনোম সিকোয়েন্স করেই তা জানা গেছে। বর্তমান করোনা টিকাতেই এটি প্রতিরোধ করা সক্ষম।
এদিকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন জানিয়েছেন, ‘আমরা জানুয়ারির প্রথম দিকে পাঁচ বা ছয় জনের নমুনায় যুক্তরাজ্যের নতুন ধরনের করোনাভাইরাস খুঁজে পেয়েছি। মানবজমিন
গত ফেব্রুয়ারিতে করোনার নতুন স্ট্রেইন শনাক্ত হওয়ার বিষয়ে যুক্তরাজ্য সরকার একটি প্রতিবেদন প্রকাশ করেছে।