1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৯:২৭ পূর্বাহ্ন

৩ রানে হারল বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ অক্টোবর, ২০২২

বৃষ্টি আইনে ম্যাচের দৈর্ঘ্য নেমে এসেছিল ৭ ওভারে। শ্রীলঙ্কাকে হারাতে বাংলাদেশের সামনে লক্ষ্য নির্ধারণ করা হয় ৭ ওভারে ৪১ রানের। কিন্তু সেটিও করতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। হেরে গেছে ৩ রানের ব্যবধানে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার মেয়ে ১৮.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৩ রান করতেই নামে বৃষ্টি। পরে ৭ ওভারে ৪১ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭ উইকেট হারিয়ে ৩৭ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৩ রানে হারায় সেমিফাইনালে খেলার সম্ভাবনা ফিকে হয়ে গেলো বাংলাদেশের। এখন মঙ্গলবার আরব আমিরাতের বিপক্ষে শেষ ম্যাচ জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে থাইল্যান্ডের শেষ ম্যাচের ফলের দিকেও।
নতুন লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভার থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। ওভারপ্রতি ছয় রানের লক্ষ্যে পুরো ইনিংসে একটিমাত্র বাউন্ডারি হাঁকাতে পেরেছে তারা।
দলের পক্ষে ১১ বলে সর্বোচ্চ ১২ রান করেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার ব্যাট থেকেই এসেছে একমাত্র বাউন্ডারি। ইনিংসের ষষ্ঠ ওভারে চার উইকেট হারিয়েছে বাংলাদেশ। তখনই মূলত পরাজয় নিশ্চিত হয়ে যায়।
শ্রীলঙ্কার হয়ে দুই ওভারে মাত্র ৭ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছেন ইনোকা রানাবিরা। এছাড়া ওশাদি রানাসিংহের শিকার এক উইকেট। রানআউট হয়েছেন বাকি দুইজন।
এর আগে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। লঙ্কান ইনিংসের দ্বিতীয় ওভারে চামারি আতাপাত্তুকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন জাহানারা আলম।
আন্তর্জাতিক ক্রিকেটে জাহানারার এটি শততম উইকেট। সালমা খাতুন, রুমানা আহমেদ ও নাহিদা আখতারের পর দেশের চতুর্থ বোলার হিসেবে এ কৃতিত্ব অর্জন করলেন এ ডানহাতি তারকা পেসার।
শুরুতেই অধিনায়কের উইকেট হারানোর পর আর সে অর্থে ঘুরে দাঁড়াতে পারেনি লঙ্কানরা। আরেক ওপেনার হার্শিথা সামারাবিক্রম ১৮ রান করতে খেলেন ৩১ বল। তাকে ফেরান সানজিদা আখতার মেঘলা।
এরপর জোড়া আঘাত হানেন তারকা অলরাউন্ডার ও অভিজ্ঞ লেগস্পিনার রুমানা আহমেদ। এ দুই শিকারের সুবাদে চলতি এশিয়া কাপে তার উইকেট বেড়ে হলো ১০টি।
শ্রীলঙ্কার অন্য উইকেটটি নেন আরেক লেগস্পিনার ফাহিমা খাতুন। লঙ্কানদের মধ্যে মিডলঅর্ডার ব্যাটার নিলক্ষ্মী ডি সিলভা ৩১ বলে সর্বোচ্চ ২৮ রান করে অপরাজিত ছিলেন।
চলতি আসরে পঞ্চম ম্যাচে বাংলাদেশের এটি তৃতীয় পরাজয়। দুই জয়ে মাত্র ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে অবস্থান করছে এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়নরা। সমান ম্যাচে থাইল্যান্ড পেয়েছে ৬ পয়েন্ট। বাংলাদেশের এ পরাজয়ে সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার।
এখন শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে থাইল্যান্ড, বাংলাদেশ খেলবে আরব আমিরাতের বিপক্ষে। থাইল্যান্ড হারলে ও বাংলাদেশ জিতলে নেট রানরেটের ভিত্তিতে সেমিফাইনাল খেলার সুযোগ থাকবে স্বাগতিক দলের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি