মুস্তাকিম নিবিড়ঃ রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়া থানাধীন ৪৬ নম্বর ওয়ার্ডে মাঠ উদ্বোধন করলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। উক্ত মাঠটি যুগের পর যুগ ধরে ছিল অবহেলিত অবস্থায়, যাতে সংগঠিত হতো নানা বিধ অপরাধমূলক কর্মকাণ্ড। রাজস্থানী তে খেলার মাঠের স্বল্পতা অনুধাবন করে মেয়র তাপস এর নির্দেশনায় প্যানেল মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর শহীদুল্লাহ মিনুর সার্বিক তত্ত্বাবধানে আলমগঞ্জ লেনের সিএমবি মাঠ খ্যাত মাঠটি পুনঃসংস্কার করে ব্যবহার উপযোগী এবং খেলার উপযোগী করে ডিএসসিসি। আজ বুধবার ২রা মার্চ মাঠটি উদ্বোধন করেন নগর পিতা ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, স্থানীয় এমপি কাজি ফিরোজ উর রশীদ, এবং প্যানেল মেয়র শহিদুল্লাহ মিনু সহ আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় জনগন। মেয়র তাপসের আগমন নির্বিঘ্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যাবস্থা নিতে দেখা যায় গেন্ডারিয়া থানা পুলিশ কে। উদ্বোধন শেষে মাঠটিতে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়, যাতে ট্রাইবেকারে জয় লাভ করে মেয়র একাদশ।