শারদীয় দূর্গাপূজা ২০২৩ উপলক্ষে গাইবান্ধা জেলার পলাশবাডীতে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে বিশেষ আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ অক্টোবর সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এ কে এম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।
সভায় আরো বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু বক্কর প্রধান,পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম রিপন, মহিলা ভাইস আনোয়ারা বেগম,থানা অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমান,ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব রিপন, তৌফিকুল আমিন মন্ডল টিটু,রফিকুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, মোস্তাফিজুর রহমান মোস্তা,জাহাঙ্গীর কবির, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল মিত্র, সাধারণ সম্পাদক দিলিপ চন্দ্র সাহা,সাংগঠনিক সম্পাদক সুবীর চন্দ্র, পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি রবিউল হোসেন পাতা,সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, রিপোর্টাস ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম,সাংবাদিক মাসুদার রহমান মাসুদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,পূজামন্ডব সমূহের সভাপতি সাধারণ সম্পাদকগণসহ অন্যান্যরা।
উল্লেখ্য,এর আগে মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্টিত হয়।এ সভায় উপজেলার বেতকাপা ইউনিয়নের হত্যাকান্ডে নিহত ইউপি সদস্য বাদশা মিয়া স্মরণে শোক প্রস্তাব করা হয়। এছাড়াও এবারে শারদীয় দূর্গাপূঁজায় সরকারি নির্দেশনা মোতাবেক পলাশবাড়ী উপজেলার ৮ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৬২ টি মন্ডবে শারদীয় দুর্গা পূঁজা অনুষ্ঠিত হবে।