ভারতের রাজধানী নয়াদিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়ালের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (২২ মার্চ) শুনানি শেষে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ভারতের ইতিহাসে কেজরিওয়ালই প্রথম মুখ্যমন্ত্রী, যিনি পদে থাকাকালে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। কিছুদিন আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও গ্রেপ্তার করে ইডি।
তবে তিনি মুখ্যমন্ত্রীর পদে থাকাকালীন গ্রেপ্তার হননি।
ইডি দাবি করেছে এই কেলেঙ্কারিতে ৬০০ কোটিরও বেশি রুপি দুর্নীতি হয়েছে। যারমধ্যে ‘সাউথ গ্রুপ’ ১০০ কোটি রুপি দিয়েছে। এসবের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত সপ্তাহে ভারত রাষ্ট্র সমিতির নেত্রী কে কবিতাকে গ্রেপ্তার করা হয়।
কেজরিওয়ালের দলের দাবি , যে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে সেটির একটি অর্থও এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি ইডি।
বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার হওয়ার পর রাতটি ইডি অফিসেই কাটান কেজরিওয়াল।
আজ শুক্রবার আদালতে তোলার পর কেজরিওয়াল বলেন, আমার জীবনকে দেশের জন্য উৎস্বর্গ করেছি।
ইডি দাবি করেছে, দুর্নীতির অর্থ নির্বাচনেও কাজে লাগিয়েছে আম আদমি পার্টি। এরমধ্যে তারা গোয়ার নির্বাচনে জয় পেয়েছে। দুর্নীতির অর্থ যে নির্বাচনে কাজে লাগানো হয়েছে এই তথ্য থাকার দাবি করেছেন ইডির অতিরিক্ত সলিসিটর-জেনারেল এসভি রাজু।