বিশ্বকাপ সুপার লিগ থাকছে না ২০২৩ সালের পরে। র্যাঙ্কিংয়ের ১০ দলের সঙ্গে বাছাই টুর্নামেন্ট থেকে চার দল নিয়ে হবে ২০২৭ ও ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ। সুতরাং বেশি বেশি ম্যাচ খেলে পয়েন্ট বাড়ানোর প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে পারে।
সেক্ষেত্রে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মতো দলগুলোর বিপক্ষে বড় দলগুলোর বেশি ম্যাচ খেলতে রাজি নাও হতে পারে।
যদিও বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানান, পরবর্তী সাইকেলে বিশ্বের সব দেশের সঙ্গে সিরিজ খেলবে বাংলাদেশ। ২০২৩ থেকে ২০২৫ এবং ২০২৫ থেকে ২০২৭ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষেও সিরিজ পাবে বাংলাদেশ।
প্রতিটি দেশের সঙ্গে আলোচনা করে প্রস্তাবিত এফটিপি সেভাবেই সাজানো হয়েছে। যেটা অনুমোদন হবে আইসিসির প্রধান নির্বাহীদের মিটিংয়ে।
বিসিবির একটি সূত্র জানায়, দ্বিপক্ষীয় সিরিজের সঙ্গে ‘এ’ দলের সিরিজও যুক্ত করা হয়েছে। প্রতি বছর হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে দুটি করে ‘এ’ দলের সিরিজ খেলবে বাংলাদেশ।