1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন

৯ মামলায় মির্জা আব্বাসের জামিন শুনানি বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নয় মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন ও জামিন শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী এদিন ধার্য করেন।

এর আগে, গত ২৪ জানুয়ারি নাশকতার অভিযোগে পল্টন ও রমনা থানায় দায়ের করা পৃথক ৯ মামলায় মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানো ও জামিন শুনানির জন্য আবেদন করেন তার আইনজীবী মহিউদ্দিন চৌধুরী।

গত বছরের ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে সহিংসতার ঘটনা ঘটে। এরপর দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে ১১টি মামলা হয়। এর মধ্যে শাহজাহানপুর থানার মামলায় গত ৩১ অক্টোবর রাতে ঢাকার শহীদবাগ থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

পরে মামলাটিতে গত ১ নভেম্বর মির্জা আব্বাসের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ৫ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। তবে পল্টন থানার পুলিশ কনস্টেবল হত্যাসহ পাঁচ মামলা, রমনা থানায় প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ চার মামলা এবং রেলওয়ে থানার আরেক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়নি।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি