এই মৃত্যু উপত্যকাই আমার দেশ। এখানে প্রতিদিন মানুষের ফুসফুস একা একা ছটফট করছে, একটুখানি অক্সিজেন ভিক্ষে চাইছে। বাতাস এখন বিষাক্ত, বাতাসে কিলবিল করছে লক্ষ কোটি ভাইরাস। একটু বিশুদ্ধ অক্সিজেনের জন্য আমাদের ভাঙাচোরা ফুসফুস কাতরাচ্ছে। কে দেবে আমাদের অক্সিজেন!
আমাদের পৃথিবী দখল করে নিয়েছে অদৃশ্য ওরা। চারদিকে শুধু চিতার আগুন, চারদিকে শুধু কবরের নিস্তব্ধতা। এই মৃত্যু উপত্যকাই আমার স্বদেশ। আমরা অশ্রু ঢেলে আগুন নেভাবো, আবার বাসযোগ্য করবো, আবার উর্বর করবো এ মাটি, আবার করবো জীবনের ঝলমলে উৎসব!
(ফেসবুক থেকে সংগৃহীত)