করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ের মধ্যেই রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে এক সপ্তাহ ধরে আরটি-পিসিআর ল্যাবে করোনার নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে। ফলে হাসপাতালে আগত রোগীদের নমুনা সংগ্রহ করে আগারগাঁওয়ে অবস্থিত রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ল্যাবে পাঠানো হচ্ছে। এতে করে নমুনা দেওয়ার চার-পাঁচ দিনেও ফলাফল মিলছে না।
হাসপাতালটির পিসিআর ল্যাব সূত্র জানায়, করোনা সংক্রমণের প্রথম দিকে গত বছর সারাদেশের মতো এ হাসপাতালেও আরটি-পিসিআর ল্যাব স্থাপন করা হয়। কলেজের ভাইরোলজি বিভাগে গত বছরের এপ্রিল মাসে এটি উদ্বোধনের পর করোনার নমুনা পরীক্ষা কার্যক্রম চালু হয়। কিন্তু কিছু দিন না যেতেই এই ল্যাবের বিভিন্ন ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে গত এক বছরে কয়েকবার ল্যাবের নমুনা পরীক্ষা বন্ধ থাকে। সর্বশেষ চলতি বছরের ২৮ মার্চ ল্যাবের বায়োসেফটি ক্যাবিনেট ইউনিটের যন্ত্রপাতি সম্পূর্ণরূপে বিকল হয়ে গেছে। এতে টানা এক সপ্তাহ ধরে ল্যাবে নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে।
এদিকে হাসপাতালটির পিসিআর ল্যাব ছাড়াও এক মাস ধরে সিটি স্ক্যান মেশিনটি বিকল হয়ে রয়েছে। মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠান মেশিন ঠিক করার নামে প্রতিবারই সময় ক্ষেপন করছে বলে অভিযোগ উঠেছে। মেশিনটি স্থাপনের দুই বছর না পেরুতেই একাধিকবার বিকল হয়েছে।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল কাজী রাশেদুন্নবী বলেন, গত কয়েকদিন থেকে পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা বন্ধ রয়েছে। এ কারণে হাসপাতালে সংগৃহীত নমুনা আগারগাঁওয়ে আইইডিসিআরে পাঠানো হচ্ছে। সারাদেশের পরীক্ষা ওইখানে হওয়ায় রেজাল্ট পেতে একটু সময় লাগছে।
তিনি আরও জানান, এক সপ্তাহের মধ্যে কলেজের ল্যাবটি ঠিক হবে। তবে সিটি স্ক্যান মেশিনটির সরবরাহকারী প্রতিষ্ঠান জাপান থেকে যন্ত্রাংশ আমদানি করতে না পারায় মেশিনটি ঠিক করতে পারছে না। যে কয়দিন মেশিন বন্ধ থাকে ওই সময় ওয়ারেন্টির অন্তর্ভুক্ত করা হবে।