1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৩১ অপরাহ্ন

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গীতে সাপের কামড়ে নারীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ জুলাই, ২০২৪

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নের নিটালডোবা গ্রামে সাপের কামড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় ‘রাসেল ভাইপার’ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে পরিবারের সদস্যরা জানায়, চালবোড়া সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে।
রবিবার ( ৭জুলাই) দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. ফজলে রাব্বী।
মৃত সাহা বানু (৩৭) উপজেলার উত্তর পাড়িয়া নিটোল ডোবা গ্রামের জয়নাল আবেদীনের স্ত্রী।
স্থানীয়রা জানায়, সাহা বানু রাতের খাবার শেষে বিছানায় ঘুমিয়েছিল, ঘুমন্ত অবস্থায় হাতের মধ্যে সাপের কামড়ে অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন পরে চিকিৎসাধীন অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়।
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মোছা. আফছানা কাওছার বলেন, ‘সাপের কামড়ে একজনের মৃত্যুর খবর জানা গেছে। তবে কি সাপ কামড় দিয়েছে সেটা নিশ্চিত হওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি