আরও একটি নতুন লিগে খেলবেন সাকিব

স্পোর্টস রিপোর্টার: জাতীয় দলে নেই অনেক দিন ধরেই। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিতই দেখা যাচ্ছে সাকিব আল হাসানকে। বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যস্ত সময় পার করছেন সাবেক এই টাইগার অধিনায়ক। এবার এবার নাম লেখালেন আরেকটি নতুন টুর্নামেন্টে। কানাডার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রতিযোগিতা কানাডা সুপার সিক্সটি লিগে খেলবেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার।

টি-টেন ফরম্যাটের এই টুর্নামেন্ট মাঠে গড়াবে আগামী ৮ অক্টোবর, শেষ হবে ১৩ অক্টোবর। সেখানে মন্ট্রিয়েল টাইগার্সের হয়ে খেলবেন সাকিব। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই টিকিট বিক্রি শুরু হবে।

ইতোমধ্যে অংশগ্রহণকারী ৬ দলের স্কোয়াড প্রকাশ করেছে আয়োজকরা, যেখানে জায়গা পেয়েছেন সাকিব ছাড়াও আরও অনেক তারকা ক্রিকেটার। কানাডা সুপার সিক্সটিতে খেলতে দেখা যাবে কুইন্টন ডি কক, মার্টিন গাপটিল, মঈন আলী, ডেভিড মালান, সিকান্দার রাজার মতো ক্রিকেটারদেরও।

মন্ট্রিয়েল টাইগার্স স্কোয়াড: সাকিব আল হাসান, জশ ব্রাউন, টম মুরস, নিক হবসন, ইসুরু উদানা, রায়ান হিগিনস, অ্যান্ড্রু টাই, জুনায়েদ সিদ্দিকী, ব্র্যাডলি কুরি, বেন মানেনতি, দিলপ্রিত বাজওয়া, আনশ প্যাটেল, শ্রেয়াস মোভভা, গুরসাহিব সিং, পাডাম জোশি।

Add Comment

Click here to post a comment

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১