Print Date & Time : 13 September 2025 Saturday 12:00 pm

প্রধান সড়কে অটোরিকশা চললে ট্যাক্স দেব না: অভিনেত্রী চমক

বিনোদন ডেস্ক: রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

২৯ আগস্ট রাত ১০টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন, ‘মেইন রোডে ব্যাটারিচালিত রিকশা চললে, সামনের বছর থেকে আমার গাড়ির ট্যাক্স দেব না।’

তার এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

অনেকেই চমকের অবস্থানকে সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন, ব্যাটারিচালিত রিকশা রাজধানীর ট্রাফিক জটের অন্যতম কারণ। এগুলো প্রায়ই দুর্ঘটনার শিকার হয়, যা যাত্রী ও পথচারীদের জন্য ঝুঁকিপূর্ণ।

অন্যদিকে, সমালোচকরা মনে করছেন-মূল সড়কে রিকশা চলাচল নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতাই সমস্যার মূল কারণ। তাদের মতে, কারো জীবিকা হুমকির মুখে না ফেলে ব্যাটারিচালিত রিকশার বিকল্প ব্যবস্থা তৈরি করা প্রয়োজন।

চমকের এ মন্তব্যকে ঘিরে সমর্থন ও সমালোচনার মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।