স্টক এক্সচেঞ্জের বিরোধ নিষ্পত্তি বিধিমালা অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগকারীদের সঙ্গে স্টক ব্রোকার, স্টক ডিলার, ইস্যুয়ার কোম্পানিগুরোর মধ্যে সৃষ্ট বিরোধ দ্রুত নিষ্পত্তি করতে দুইটি বিধিমালা অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ মঙ্গলবার (০৭ অক্টোবর) সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৭৬তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।

নতুন অনুমোদিত বিধিমালা দুটি হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ (সেটেলমেন্ট অব ডিসপিউট) রেগুলেশনস, ২০২৫ ও চিটাগং স্টক এক্সচেঞ্জ (সেটেলমেন্ট অব ডিসপিউট) রেগুলেশনস, ২০২৫।

অনুমোদিত বিধিমালার আওতায় বিনিয়োগকারীদের সঙ্গে স্টক ব্রোকার, স্টক ডিলার, ইস্যুয়ার কোম্পানিগুলোর মধ্যে সৃষ্ট বিরোধ মধ্যস্থতা ও সালিশি মাধ্যমে নিষ্পত্তি করা যাবে। ফলে বিরোধগুলো জটিল, সময়সাপেক্ষ আইনী প্রক্রিয়া ও এনফোর্সমেন্ট কার্যক্রম ছাড়াই দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি বা সমাধান হবে।

স্টক এক্সচেঞ্জে বিধিমালা দুটি প্রেরণ করা হবে এবং সরকারি গেজেটে প্রকাশের মাধ্যমে এটি কার্যকর করা হবে।

Add Comment

Click here to post a comment

space for add

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১