Print Date & Time : 10 October 2025 Friday 5:18 pm

বিশেষ অভিযানে রাজধানীতে গ্রেপ্তার আরও ১৪ জন

নিজস্ব প্রতিবেদক: অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর অংশ হিসেবে নানা অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। তাদের কাছ থেকে জব্দ হয়েছে চারটি অটোরিকশার ব্যাটারি, ১০০ পুরিয়া হেরোইন, ৩০ গ্রাম গাঁজা ও ১৮ পিস ইয়াবা ট্যাবলেটও।

থানা সূত্র জানায়, সোমবারের (৬ অক্টোবর) অভিযানে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার হওয়া ওই ১৪ জন নিয়মিত মামলার আসামি ও নানা অপরাধে জড়িত অপরাধী। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো, খুশি ওরফে খুকি (৩০), অমিত (২৫), সাগর (৩০), ইসমাইল হোসেন মালেক (৪০), মোহাম্মদ আলী (৩২), আওয়াল ব্যাপারী (৪২), মিশাল (১৮), ফয়সাল (১৮), রায়হান (২২), ইমরান (২৬), মামুন (২৫), রাব্বি (২৫), নাইম মোল্লা (২৩) ও মঞ্জিল শরীফ অপু (২৩)।