Print Date & Time : 10 October 2025 Friday 7:58 pm

সৌদি আরব–বাংলাদেশ বিজনেস সামিটের অংশীদার হলো মেঘনা ব্যাংক

প্রেস বিজ্ঞপ্তি: সফলভাবে শেষ হয়েছে সৌদি আরব–বাংলাদেশ বিজনেস সামিট’ ২০২৫। দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতা আরও জোরদারে তিনদিনের এ সম্মেলনের আয়োজন করে সৌদি আরব–বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এসএবিসিসিআই)।

ঢাকার হোটেল শেরাটনে সোমবার (৬ অক্টোবর) থেকে বুধবার (৮ অক্টোবর) পর্যন্ত চলে মর্যাদাপূর্ণ এই ব্যবসায়িক সম্মেলন।

সম্মেলনে সিলভার স্পনসর হিসেবে অংশ নিয়ে সৌদি আরব–বাংলাদেশ আন্তদেশীয় ব্যবসায়িক সহযোগিতা জোরদার ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে মেঘনা ব্যাংক। এসএবিসিসিআই-এর সদস্য হিসেবে এক্সক্লুসিভ স্টলে উদ্ভাবনী ও গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং পণ্য ও সেবা প্রদর্শন করে ব্যাংকটি।

বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী আমির খসরু মাহমুদ চৌধুরী মেঘনা ব্যাংকের স্টলটির উদ্বোধন করেন। তার সঙ্গে ছিলেন ব্যাংকের চেয়ারপারসন উজমা চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. ছাদেকুর রহমান, লায়াবিলিটি ও ওয়েলথ ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান কাজী ফারহানা জাবিনসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।