প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে তুরস্কের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠীগুলো। নতুন এই বিনিয়োগকারীদের ‘ওয়ান স্টপ সার্ভিস’ প্ল্যাটফর্মের মাধ্যমে বিনিয়োগ পরামর্শ থেকে কারখানা স্থাপন পর্যন্ত পূর্ণ সহায়তা দেবে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) তুরস্কের ইস্তাম্বুলে বিডা আয়োজিত ‘গেটওয়ে টু গ্রোথ: ইনভেস্ট ইন বাংলাদেশ’ শীর্ষক উচ্চপর্যায়ের বিনিয়োগ সেমিনারে এই আগ্রহের কথা জানায় কয়েকটি শিল্পগোষ্ঠী। অভিজ্ঞতা বিনিময় করেন বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী তুর্কি কোম্পানিগুলোর প্রতিনিধিরাও।
ইস্তাম্বুলের ডেল্টা হোটেলস বাই ম্যারিয়ট, লেভেন্টের এই সেমিনারে ৩০টিরও বেশি তুর্কি কোম্পানি অংশ নেয়, যারা ইতোমধ্যে বাংলাদেশে বিনিয়োগ করছে বা নতুন করে বিনিয়োগের সুযোগ খুঁজছে। তুর্কি এই শিল্পনেতাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং আগ্রহী বিনিয়োগকারীদের নানা প্রশ্নের উত্তর দেন প্রধান অতিথি বিডার চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তার নেতৃত্বে বাংলাদেশ থেকে সেমিনারে অংশ নেন বিডা, বেজা, এনবিআর ও ব্যাংক খাতের শীর্ষ কর্মকর্তারাও।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিডার ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান নাহিয়ান রহমান রোচি । তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য এখনই সবচেয়ে উপযুক্ত সময়। রপ্তানি, মুদ্রার স্থিতিশীলতা ও মূল্যস্ফীতির মতো সামষ্টিক অর্থনৈতিক সূচকগুলো বর্তমানে অত্যন্ত অনুকূল। ব্যবসা সহজীকরণে ইতোমধ্যে ৩২টি সংস্কার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।
তুর্কি আরসেলিক কোম্পানির সিইও বারিশ আলপার্সলান সেমিনারে বলেন, ‘আমরা বাংলাদেশের স্থানীয় সরবরাহ চেইন শক্তিশালী করতে, দক্ষ জনবল গড়ে তুলতে এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধিতে বিনিয়োগে প্রতিশ্রুতিবদ্ধ’।
আয়গেজ কোম্পানির এজিএম এরজুমেন্ট পোলাত বলেন, ‘বিডার ওয়ান স্টপ সার্ভিসের সহায়তায় আমরা দ্রুত সম্প্রসারণ করতে পেরেছি। বাংলাদেশে আমাদের দুই শতাধিক কর্মী কাজ করছেন এবং আমাদের বিতরণ নেটওয়ার্ক এখন প্রায় ৩০ লাখ মানুষের কাছে পৌঁছে গেছে’।
সেমিনারে দুই দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ করেন মুসাইএদ-এর বোর্ড সদস্য মুহাম্মেত হুজেইফে গুল্লুওগ্লু এবং ইস্তাম্বুলে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান।
সেমিনারে কারিগরি ও অন্য সহায়তা করে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) ও ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, তুরস্কে বাংলাদেশের দূতাবাস এবং ইন্ডিপেনডেন্ট ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যানস অ্যাসোসিয়েশন।
বিডার জনসংযোগ দপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এর আগে ৭–৮ অক্টোবরের গভর্নমেন্ট-টু-বিজনেস (জিটুজি) বৈঠকে তুরস্কের শীর্ষ শিল্পগোষ্ঠীর সঙ্গে অগ্রাধিকার খাতে সম্ভাব্য বিনিয়োগ ও অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেন বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্যরা। পাশাপাশি তুরস্কের শীর্ষ শিল্প সংগঠন তুর্ক অন ফিডের সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতা গড়ে তুলছে বিডা, যা দুই দেশের সরকারি-বেসরকারি অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে।






Add Comment