টানা পাঁচ দিনের দর পতনে সূচক হারাল ৪.৫০%

অর্থনীতি ডেস্ক: দেশের শেয়ারবাজারে টানা পাঁচ কার্যদিবস ধরে চলছে দরপতনের ধারা। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স এই সময়ে ২৪৫ পয়েন্ট হারিয়ে নেমেছে ৫,২০২ পয়েন্টে, যা সাড়ে ৪ শতাংশ পতন। শুধু গতকাল রোববারই সূচক কমেছে ৮১ পয়েন্ট।

বিশ্লেষণে দেখা গেছে, গত ৫ কর্মদিবসে তালিকাভুক্ত ৯২ শতাংশ কোম্পানির শেয়ারদর কমে গেছে, যা বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি করেছে।

বাজারসংশ্লিষ্ট বিভিন্ন ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের কর্মকর্তারা জানান, বিনিয়োগকারীদের উদ্বেগের মূল তিনটি কারণ হল—

মার্জিন ঋণ বিধিমালা সংশোধন, পাঁচটি ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়া, সাবেক সরকারের সময়ের গুম-খুন নিয়ে সাম্প্রতিক আলোচনা ও সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যুর ঘটনা।

একাধিক ব্রোকারেজ হাউসের ব্যবস্থাপনা পরিচালকরা বলেন, যেসব বিনিয়োগকারী শেয়ার কিনে বাজারে গতি ফিরিয়েছিলেন, তাদের অনেকেই বর্তমানে লেনদেন কমিয়ে দিয়েছেন বা নিষ্ক্রিয় হয়ে গেছেন, যা বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে।

ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম বলেন, “বর্তমানে বাজারে বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক কিছু নেই। বরং একীভূতকরণ ও অবসায়নের যে প্রক্রিয়া চলছে, তাতে শেয়ারহোল্ডাররা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।” তিনি জানান, বাংলাদেশ ব্যাংক পাঁচটি ব্যাংক একীভূত করছে যেখানে শেয়ারহোল্ডারদের কিছু পাওয়ার সম্ভাবনা নেই। একইভাবে ৯টি আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের উদ্যোগ নিয়েছে, যার ফলে বিনিয়োগকারীরা ঝুঁকিতে পড়েছেন।

সাইফুল ইসলাম আশঙ্কা প্রকাশ করে বলেন, “এই পরিস্থিতি দেখে আরও ১০টি দুর্বল প্রতিষ্ঠানের বিনিয়োগকারীরাও আতঙ্কিত হয়ে পড়ছেন।”

তিনি আরও বলেন, “দীর্ঘ সময় ধরে সংস্কারের কথা বলা হলেও বাস্তবায়নে গতি নেই। বাজারে দীর্ঘদিন ধরে কোনো নতুন আইপিও আসছে না, ফলে বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের সুযোগও সীমিত হয়ে পড়েছে।”

বাজার চিত্র (রোববার)— ৩৬০টি কোম্পানির মধ্যে ২৯২টির দরপতন, মাত্র ৩৮টি কোম্পানির দর বেড়েছে, ৩৭টি মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৮টির দর কমেছে, সর্বাধিক দরপতন ঘটেছে: ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বস্ত্র, খাদ্য, সিমেন্ট, তথ্যপ্রযুক্তি, কাগজ, ও ভ্রমণ-অবকাশ খাতে। মোট লেনদেন হয়েছে ৫৪২ কোটি টাকা।

এই ধারাবাহিক পতনে বাজারে আস্থার সংকট আরও গভীর হচ্ছে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।

—জা.অর্থনীতি/আরএস

 

 

Add Comment

Click here to post a comment

space for add

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১