নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সহোদর শাহাদাত কাদেরসহ দলটির অঙ্গসংগঠনের নয়জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, বুধবার (১৫ অক্টোবর) ওই নয়জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
তালেবুর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
—জা.অর্থনীতি/আরএস/ এআর






Add Comment