জ্যেষ্ঠ প্রতিবেদক: রাজস্ব কর্মকর্তা (আরও) উত্তম কুমার রায় ও তার স্ত্রী শিল্পী রানী সরকারের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। আয়কর ফাঁকির প্রাথমিক প্রমাণ পাওয়ায় আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট এই ব্যাংক হিসাব জব্দ করেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন এই গোয়েন্দা ইউনিটের কমিশনার মোহাম্মদ আবদুর রকিব জাতীয় অর্থনীতিকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, রাজস্ব কর্মকর্তা কুমার রায় ও তার স্ত্রী শিল্পী রানী সরকারের বিরুদ্ধে আয়কর ফাঁকি তদন্ত শুরু করে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কর্মকর্তারা। কয়েক কর বর্ষের রিটার্ন যাচাই করা হচ্ছে। এর মধ্যে আয়কর ফাঁকির প্রমাণ পাওয়ায় আমরা তাদের সব ধরনের ব্যাংক হিসাব জব্দ করেছি। তদন্ত চলমান রয়েছে।






Add Comment