ব্রাহ্মণবাড়িয়ায় এইচএসসিতে ফেল করায় স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় এইচএসসি পরীক্ষায় ফেল করার খবর পেয়ে আত্মহত্যা করেছেন চাঁদনী আক্তার নামে এক শিক্ষার্থী।
 বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে পৌরসভার ভাদুঘর টিএন্ডটি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
চাঁদনী আক্তার জেলার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের চুন্টা গ্রামের মো. ফারুক মিয়ার মেয়ে।
 জানা গেছে, চলতি বছর চিনাইর ডিগ্রী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন চাঁদনী। দুপুরে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ফেল করার খবর জানতে পারেন তিনি। এ সময় ফলাফল খারাপ করার বিষয়টি মেনে নিতে না পেরে কীটনাশক (কেরির বড়ি) খেয়ে ফেলেন তিনি। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে তাৎক্ষণিক ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, এইচএসসি পরীক্ষায় ভালো করতে না পেরে চাঁদনী মানসিক যন্ত্রনা থেকে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
—জা.অর্থনীতি/আরএস
space for add

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১