জ্যেষ্ঠ প্রতিবেদক: বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ লঙ্ঘনের অভিযোগে বহুজাতিক সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি)–এর বিরুদ্ধে আদালতে চার্জ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে খুলনা বিভাগীয় শ্রম আদালতের চেয়ারম্যান রাজিয়া সুলতানা এ আদেশ দেন। আদালত আগামী ১৬ নভেম্বর মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন। খুলনার শ্রম আদালতে চার্জ গঠনের সময় বিএটি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মনিশা আব্রাহাম, হেড অব অপারেশনস জর্জ লুইস মার্সেডো, কোম্পানি সেক্রেটারি সৈয়দ আফজাল হোসেন এবং কুষ্টিয়া জিএলটি প্ল্যান্ট ম্যানেজার মুকিত আহমেদ চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রমতে, চলতি বছরের ২০ জুন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর, কুষ্টিয়া অঞ্চলের শ্রম পরিদর্শক মো. ফারজুন ইসলাম বাদী হয়ে বিএটিবির বিরুদ্ধে এই ফৌজদারি মামলা (নং ৩৮/২০২৫) দায়ের করেন। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর মনে করে, সরকারের এই আইনি পদক্ষেপ দেশের শ্রমিক অধিকার সুরক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় নজিরবিহীন ঘটনা হিসেবে বিবেচিত হবে। ২০২৪ সালের নভেম্বর মাসে কুষ্টিয়া অঞ্চলে বিএটিবির ১১টি অনুমোদনবিহীন কারখানা পরিচালনা, শ্রম অধিকার লঙ্ঘনের বিষয়ে অনুসন্ধান প্রতিবেদন প্রকাশিত হয়। অভিযোগে আরও বলা হয়েছে, বিএটিবি বাংলাদেশ শ্রম আইন ২০০৬–এর অন্তত ৪৫টি ধারা ও উপধারা লঙ্ঘন করেছে। সরকারি তদন্তে ওই তথ্যের সত্যতা পাওয়ার পর শ্রম মন্ত্রণালয়ের কুষ্টিয়া অফিস বিএটিবির বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলা দায়ের করে।
মামলার বাদী ও শ্রম পরিদর্শক মো. ফারজুন ইসলাম বলেন, ‘শ্রমিকদের অধিকার সুরক্ষায় সরকারের অবস্থান স্পষ্ট। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার কোনো প্রকার চাপ বা প্রভাবের কাছে নতি স্বীকার করবে না। বাংলাদেশে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ১১৫ বছরের ব্যবসায়িক ইতিহাসে এই প্রথম প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকসহ শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে মামলা করেছে সরকার। চার্জ গঠনের পাশাপাশি আগামী ১৬ নভেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন শ্রম আদালতের বিচারক।’






Add Comment