আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ ‘গণপ্রতারণা ও প্রহসন’: এনসিপি

নিজস্ব প্রতিবেদক: জুলাই জাতীয় সনদের কোনো আইনি ভিত্তি না থাকলে এটি গণপ্রতারণা ও জাতির সঙ্গে প্রহসন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ কারণেই নিছক এই আনুষ্ঠানিকতায় তারা অংশ নেননি বলেও জানান তিনি।

বাহাত্তরের সংবিধান যেন পরিবর্তন না হয়, পুরোনো ফ্যাসিস্ট কাঠামো যেন রয়ে যায়, সেজন্য নানা অপচেষ্টা দেশের ভেতরে-বাইরে থেকে করা হচ্ছে এবং ফ্যাসিস্ট কাঠামোর সুবিধাভোগীদের চাপে কিছু কিছু রাজনৈতিক দল আপস করেছেবলেও অভিযোগ তুলেছে দলটি।

তিনি বলেন, ‘আইনি ভিত্তি ছাড়া এই সনদের মূল্য, এর কোনো অর্থ তৈরি হবে না। ফলে আমরা এই আনুষ্ঠানিকতায় অংশ নেইনি এবং যদি এর আইনি ভিত্তি তৈরি না হয় এটার কেবল আনুষ্ঠানিকতাও থাকবে না, এটি গণপ্রতারণা ও জাতির সঙ্গে একটি প্রহসন হবে’।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে শুক্রবার (১৭ অক্টোবর) মানিক মিয়া এভিনিউয়ে ‘জুলাই যোদ্ধাদের’ সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনার বিচার দাবি করেন নাহিদ ইসলাম।

সংবাদ সম্মেলনে ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেনসহ জ্যেষ্ঠ নেতারা।

—জা.অর্থনীতি/ এআর

Add Comment

Click here to post a comment

space for add

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১