ধামরাইয়ে সেপটিক ট্যাংকে পড়ে ২ শিশুর মৃত্যু

ধামরাই (সাভার) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে খোলা সেপটিক ট্যাংকে পড়ে রাহিম ও ইয়াছিন নামে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের একজনের বয়স ৫ ও অপরজনের সাড়ে ৩ বছর। সম্পর্কে তারা মামাতো-ফুপাতো ভাই।

শুক্রবার (১৭ অক্টোবর) রাতে পৌরশহরের ছোট চন্দ্রাইল মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে রাহিম ও ইয়াছিন একসঙ্গে খেলতে বের হয়। সন্ধ্যা গড়িয়ে গেলেও তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত আনুমানিক ১০টার দিকে প্রতিবেশীর একটি ভবনের খোলা সেপটিক ট্যাংকের ভেতরে শিশু দুটির সন্ধান মেলে। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা মিলে সেপটিক ট্যাংক থেকে তাদের নিথর দেহ উদ্ধার করেন। খেলতে গিয়ে অসাবধানতাবশত তারা ওই খোলা সেপটিক ট্যাংকে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

কান্নাজড়িত কণ্ঠে ইয়াসিনের নানা বলেন, নাতি পুলিশ হতে চেয়েছিলো। কিন্তু তার বাবার আয় খুব কম বলে আমি একটি সমিতিতে টাকা জমা রাখতাম তার লেখাপড়ার জন্য।

ইয়াসিনের মা জানান, ছেলে ভাত খেয়ে খেলতে গিয়ে আর বাড়ি আসেনি। সে প্রতিদিন বিকেলে ঘুমায়। আজ সে এমন ঘুম ঘুমালো তাকে আর জাগানো যাচ্ছে না।

রাহিমের মা জানান, মামার বাড়িতে বেড়াতে এসেছিলো রাহিম। আজ রাতের গাড়িতে তাদের বাড়ি ফেরার কথা। কিন্তু সে যাওয়া যে ওপারে চলে যাওয়া হবে, তা কি কেউ জানতো।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে ধামরাই থানা পুলিশ। নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

—জা.অর্থনীতি/আরএস

space for add

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১