রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পবা উপজেলার বাগসারা মোড় এলাকায় ধানখেত থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ অক্টোবর) সকাল ৯টার দিকে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে মরদেহ দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
পবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। লাশের পরিচয় ও ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। মৃত নারীর শরীরে কোনো কাপড় ছিল না। স্থানীয়দের ধারণা, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। সিআইডি আলামত সংগ্রহ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
—জা.অর্থনীতি/আরএস






Add Comment