রামগতিতে বেআইনি ইলিশ শিকারের প্রস্তুতিকালে ট্রলার-ট্রাক-জাল জব্দ

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীতে বেআইনিভাবে ইলিশ শিকারের প্রস্তুতিকালে বরফবোঝাই ট্রাক, মাছ ধরার ট্রলার ও জাল জব্দ করেছে প্রশাসন। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার চররমিজ ইউনিয়ন এলাকায় এ অভিযান চালানো হয়।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কে এম ইন্জারুল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ উজ জামান, সেনাবাহিনী, থানা পুলিশ ও নৌপুলিশের সদস্যরা।

ইউএনও আমজাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চররমিজ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জেলেরা কক্সবাজার থেকে ট্রাকযোগে বরফ এনে বেআইনিভাবে ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছিল। এসময় অভিযান চালিয়ে ১০ হাজার মিটার জাল, দুটি বড় ট্রলার, বরফবাহী দুটি ট্রাক এবং একটি ট্রাক্টর জব্দ করা হয়।

তিনি আরও বলেন, অভিযানের সময় মাঝি ও শ্রমিকরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত নৌযান, মোটরযান ও জাল নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় নিয়মিত মামলা করা হবে।

প্রসঙ্গত, মা-ইলিশ সংরক্ষণে গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মেঘনা নদীতে ইলিশসহ সব প্রজাতির মাছ শিকারে সরকারি নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করলে জেল, জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

—জা.অর্থনীতি/আরএস

Add Comment

Click here to post a comment

space for add

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১