নিজস্ব প্রতিবেদক: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি অংশে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।
এখনও হতাহত কোনো খবর পাওয়া যায়নি। তবে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক রয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে চারটি, পরে দুবারে আরও নয়টি ও চারটি ইউনিট শাহজালাল বিমানবন্দরে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম। তিনি আরও জানান, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, ৮ নম্বর গেটের কার্গো ভিলেজের পাশের একটি অংশে আগুন লেগেছে। এ অংশে আমদানি করা পণ্য মজুদ রাখা হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমান বাহিনীসহ বিমানবন্দরে দায়িত্বরতরা কাজ করছেন। তবে, ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
—জা.অর্থনীতি/ এআর






Add Comment