স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ দলের এ পর্যন্ত সংগ্রহ ১০ ওভারে মাত্র ৩৩ রান। এরই মধ্যে দুই উইকেট হারিয়েছেন টাইগাররা।
তবে সৌম্য-সাইফকে হারানোর পর জুটি গড়ার চেষ্টা চালাচ্ছেন নাজমুল–হৃদয়। তবে, ওয়েস্ট ইন্ডিজের রোমারিও শেফার্ড, খারি পিয়েরের সামনে কঠিন সময় কাটছে তাদের। উইকেটে এরইমধ্যে দেখা যাচ্ছে টার্ন। অনেক বলই যাচ্ছে নিচু হয়ে। সাইফ ও সৌম্যের বিদায়ের পর তাই নাজমুল ও হৃদয়কে অনেকটা টেস্ট মেজাজেই ইনিংস গড়তে হচ্ছে।
রাজধানীর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শনিবার (১৮ অক্টোবর) দুপুরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ফেরেন সাইফ হাসান। দ্বিতীয় ওভারের ৫ম বলে সাইফ হাসানকে এলবিডব্লুর ফাঁদে ফেলে বিদায় করেন ওয়েস্ট ইন্ডিজের রোমারিও শেফার্ড। ৬ বলে ৩ রান করেছেন সাইফ।
সাইফের পথ ধরে তৃতীয় ওভারের প্রথম বলে বিদায় নেন সৌম্য সরকারও। জেইডেন সিলসের বলে রোস্টন চেজের হাতে ক্যাচ তুলে দেন ৪ রান করা সৌম্য। প্রথম ওভারের শেষ চার মারেন সৌম্য। প্রথম ওভারে ৭ রান ও দ্বিতীয় ওভারে মাত্র ১ রান তুলতে পেরেছিল বাংলাদেশ দল।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ টসে জিতে ফিল্ডিংয়ে নামান তার দলকে।
বাংলাদেশ সিরিজের প্রথম এই ওয়ানডে ম্যাচের একাদশে ফিরিয়েছিল সৌম্য সরকারকে। তার সঙ্গে ওপেনিং করেন সাইফ হাসান। মাহিদুল ইসলাম অঙ্কনের অভিষেক ছাড়াও তাওহীদ হৃদয় আছেন একাদশে। জাকের আলীকে বাদ দেওয়া হয়েছে। পেস আক্রমণে আছেন মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
বিপরীতে পেস অলরাউন্ডার ভর্তি একাদশ নিয়ে খেলছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের রোমারিও শেইফার্ড, শেরফান রাদারফোর্ড ও জাস্টিন গ্রেভস পেস অলরাউন্ডার। আছেন স্পিন অলরাউন্ডার রোস্টন চেজ। তাদের সঙ্গে নিয়মিত স্পিনার গুডাকেশ মোতি। পেসার জাইডেন সিলসের সঙ্গে আছেন খেরি পেরি। ব্যাটিং ভরসায় ওপেনিংয়ে ব্রেন্ডন কিং, আলিস আথানজে থাকবেন। সব ঠিক থাকলে তিনে কেসি কার্টি ও চারে খেলবেন অধিনায়ক শেই হোপ।
বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল শান্ত, তাওহীদ, মাহিদুল অঙ্কন, মেহেদী মিরাজ, নুরুল হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্রেন্ডন কিং, আলিস আথানজে, কেসি কার্টি, শেই হোপ, শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, জাস্টিন গ্রেভস, রোমাজিও শেইফার্ড, গুডাকেশ মোতি, জাইডেন সিলস, খেরি পেরি।
—জা.অর্থনীতি/ এআর






Add Comment