২৫ দিনের সফরে বিনা পারিশ্রমিকে অংশ নিবেন ৭টি পাব্লিক লেকচারে

প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন ড. জাকির নায়েক

নিজস্ব প্রতিবেদক: প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন বিশ্বের অন্যতম শীর্ষ দাঈ ড. জাকির নায়েক। ২৬ নভেম্বর ঢাকায় পৌঁছে ২০ ডিসেম্বর পর্যন্ত অবস্থানের কথা রয়েছে তার।

২৫ দিনের এ সফরে ঢাকাসহ চারটি শহরে সাতটি পাব্লিক লেকচারে অংশ নেবেন ড. জাকির নায়েক। তবে বাংলাদেশ সফরে তিনি বা তার টিম কোনো ধরনের পারিশ্রমিক নেবেন না।

ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান স্পার্ক ইভেন্টসের স্বত্বাধিকারী আলী রাজকে চিঠি দিয়ে ড. জাকির নায়েক জানিয়েছেন, বাংলাদেশে অবস্থানকালে তার ও তার টিমের থাকা-খাওয়া, নিরাপত্তা, ট্রান্সপোর্টেশনসহ অন্য সুবিধাদি নিশ্চিত করতে হবে স্পার্ক ইভেন্টসকে।

সূত্রমতে, ঢাকায় প্রথম ২৮ ও ২৯ নভেম্বর প্রথম পাব্লিক লেকচারে অংশ নেবেন ড. জাকির নায়েক। ঢাকাসহ চারটি শহরের সব পাব্লিক লেকচার পিস টিভি, ইন্টারন্যাশনালে সরাসরি সম্প্রচারিত হবে। বাংলাদেশের একটি স্থানীয় চ্যানেলেও ড. জাকির নায়েকের পাব্লিক লেকচার সরাসরি সম্প্রচার করা যাবে। এজন্য স্পার্ক ইভেন্টসকে কোনো ধরনের চার্জ দেওয়া বা নেওয়া হবে না।

ড. জাকির নায়েকের এ সফর কোনো বাণিজ্যিক উদ্দেশে নয়, বরং এটি সম্পূর্ণ চ্যারিটি প্রোগ্রাম হিসেবে পরিচালিত হবে। পাব্লিক লেকচার ছাড়াও বাংলাদেশ সফরে টেলিভিশনে সাক্ষাৎকার দেবেন ড. জাকির নায়েক। এছাড়া সুবিধাবঞ্চিত শিশুদের একটি স্কুলও পরিদর্শন করবেন তিনি।

আগামী ২০ অক্টোবর সংবাদ সম্মেলনে ড. জাকির নায়েকের বাংলাদেশ সফরের বিষয়ে বিস্তারিত তুলে ধরবে স্পার্ক ইভেন্টস।

—জা.অর্থনীতি/ এআর

Add Comment

Click here to post a comment

space for add

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১