কৃষকদের আর্থিক অন্তর্ভুক্তিতে কমিউনিটি ব্যাংক ও উইগ্রো টেকনোলজিসের চুক্তি

কৃষক ও কৃষিভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জীবনমান উন্নয়ন এবং সহজে আর্থিক সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও উইগ্রো টেকনোলজিস লিমিটেড-এর মধ্যে ব্যবসায়িক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তির আওতায় কৃষকদের জন্য প্রয়োজনীয় অর্থায়ন, কৃষি উপকরণ সরবরাহ, পরামর্শ সেবা, উৎপাদিত পণ্যের ক্রেতা সংযোগ, ওয়ার্কিং ক্যাপিটাল লোন এবং উইগ্রো প্ল্যাটফর্মের মাধ্যমে কৃষি ঋণ প্রদানের কার্যক্রম আরও বিস্তৃত হবে। এর ফলে কৃষি উৎপাদন, বাজার সংযোগ ও আর্থিক অন্তর্ভুক্তি আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

আজ রাজধানীর গুলশানে কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিওয়া সাআদত এবং উইগ্রো টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহমুদুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উইগ্রো টেকনোলজিসের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ইলহাম হাসান চৌধুরী, চিফ অপারেটিং অফিসার ফাইয়াজ সাফির, কো-ফাউন্ডার ও সিএসও জন বাকলি, সিনিয়র এক্সিকিউটিভ আব্দুল্লাহ আল সাদ, কমিউনিটি ব্যাংকের হেড অব কর্পোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম, হেড অব এডিসি ও এমডি’স কো-অর্ডিনেশন টিমের প্রধান মো. মামুন উর রহমান, এবং হেড অব এসএমই অ্যান্ড এগ্রিকালচার শরীফ হাসান মামুনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়াও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাও উপস্থিত থেকে উদ্যোগটিকে স্বাগত জানান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি, বাজার প্রসার এবং আধুনিক কৃষি ব্যবস্থাপনায় সহায়তা প্রদানের মাধ্যমে এই সহযোগিতা দেশের কৃষি খাতকে আরও শক্তিশালী করবে এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।

Add Comment

Click here to post a comment

space for add

 

আর্কাইভ