গ্রাহকদের বিশেষ সুবিধা নিশ্চিতে ব্যাংক এশিয়া পিএলসি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সঙ্গে একটি পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করেছে।
এই চুক্তির আওতায় ব্যাংক এশিয়ার স্টার সেভারস ও রেমিট্যান্স গ্রাহকরা গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের এক্সক্লুসিভ বীমা সুবিধা পাবেন।
২৯ অক্টোবর রাজধানীর কারওয়ান বাজারে ব্যাংক এশিয়া টাওয়ারে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার উপব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল ব্যাংকিং প্রধান সৈয়দ জুলকার নাইন, এমএসএমই প্রধান মো. শামিনুর রহমান এবং ইন্টারন্যাশনাল ডিভিশন প্রধান মো. জিয়া আরফিন।
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ রকিবুল করিম এবং ব্যাঙ্কাসুরেন্স প্রধান আহমেদ ইশতিয়াক মাহমুদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।






Add Comment