মানি লন্ডারিং প্রতিরোধে বিএসইসি–সিএসইর যৌথ প্রশিক্ষণ কর্মশালা

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)-এর যৌথ উদ্যোগে ‘এএমএল/সিএফটি কমপ্লায়েন্স অ্যান্ড রিস্ক–বেসড সুপারভিশন’ শীর্ষক একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। রবিবার চট্টগ্রামে সিএসইর প্রধান কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসইসির কমিশনার মো. সাইফুদ্দিন, সিএফএ। বিশেষ অতিথি ছিলেন বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান ও মো. আশরাফুল হাসান, সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ, এবং চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) মোহাম্মদ মেহেদী হাসান, সিএফএ।

কর্মশালায় স্টক ব্রোকার ও স্টক ডিলারদের প্রতিনিধিরা অংশ নেন। উদ্বোধনী বক্তব্যে সিএসইর সিআরও মোহাম্মদ মেহেদী হাসান বলেন, মানি লন্ডারিং বা অবৈধ অর্থ বৈধ করার প্রচেষ্টা প্রতিরোধে এএমএল–সিএফটি সম্পর্কে সচেতনতা জরুরি। পুঁজিবাজারের টেকসই উন্নয়নের জন্য এই প্রশিক্ষণ কর্মকর্তাদের কাজে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে কমিশনার মো. সাইফুদ্দিন বলেন, ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন এখন বৈশ্বিক ইস্যু। বাংলাদেশকে ফ্রন্টিয়ার মার্কেট থেকে এমার্জিং মার্কেটে উন্নীত করতে হলে এএমএল–সিএফটি কমপ্লায়েন্সকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।’

বিশেষ অতিথি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী এএমএল–সিএফটি সংস্কৃতি গড়ে তোলা জরুরি। সন্দেহজনক লেনদেন শনাক্ত ও সঠিক রিপোর্টিংয়ের মাধ্যমে মানি লন্ডারিং প্রতিরোধের কার্যকারিতা বাড়ানো সম্ভব।

কর্মশালায় বিএসইসির দুই কর্মকর্তা বিস্তারিত উপস্থাপনা দেন। অনুষ্ঠানের শেষে উপস্থিতদের উদ্দেশে ধন্যবাদ জ্ঞাপন করেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার।

Add Comment

Click here to post a comment

space for add

 

আর্কাইভ