আদালতের নিরাপত্তা চেয়ে ডিএমপি কমিশনারকে চিঠি

নিজস্ব প্রতিবেদক
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ভবন এবং আদালত প্রাঙ্গনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসীর অধীনে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসীতে ৩৭টি আদালত বিচার কার্যক্রম পরিচালনা করে। এই আদালত সমূহে অনেক গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা তথা- হত্যা, অপহরণ, মানব পাচার, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলা, ধর্ষণ মামলা, সাইবার ক্রাইম, সন্ত্রাস দমন আইনের মামলা, রাজনৈতিক মামলাসহ বিভিন্ন প্রকৃতির মামলা আমলে গ্রহণ ও বিচারিক কার্যক্রম পরিচালিত হয়।

ঢাকা মহানগরীর ৫০টি থানার বিভিন্ন ধরনের মামলা পরিচালনার দায়িত্বে নিয়োজিত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটসহ অন্যান্য আদালতের বিচারকেরা দৈনন্দিন বিচার কার্যক্রম সম্পাদনে তাদের নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বিচারকেরা এজলাসে বিচারকার্য সম্পন্ন পূর্বক খাস কামরায় বিভিন্ন মামলার আদেশ ও রায় লেখার কাজ করে থাকেন। এর ফলে তাদেরকে বাসায় ফিরতে প্রতিদিন প্রায় সন্ধ্যা হয়ে থাকে। এ আদালত ভবন এলাকা ও প্রাঙ্গনের রাস্তায় বিভিন্ন ভ্রাম্যমান দোকান, যানবাহন যত্রতত্রভাবে পরিচালনা করা হয়। এটি আদালত সংশ্লিষ্ট সকলের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, গত সোমবার ঢাকার আদালত পাড়ায় ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সম্মুখে জনৈক মামুন নামে একজন ব্যক্তিকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়। তিনি আদালতে একজন বিচারপ্রার্থী হিসেবে সংশ্লিষ্ট একটি আদালতে হাজিরা প্রদান করে বাড়ি ফেরার সময় কোর্ট আঙিনার পাশে তাকে হত্যা করা হয়। এ থেকে প্রতীয়মান হয় যে, আদালত প্রাঙ্গন এলাকার নিরাপত্তা ব্যবস্থা খুবই নাজুক।

ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিদিন হাজার হাজার বিচারপ্রার্থী জনগণ, আইনজীবী ও আইনজীবীর সহকারী, বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সদস্য, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকসহ অসংখ্য মানুষের সমাগম ঘটে। এই অবস্থায় বর্তমান পরিস্থিত এবং নাজুক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিচারকেরা, আদালতের কর্মকর্তা-কর্মচারীরা, আইনজীবী, বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সদস্য, সাংবাদিক বৃন্দ ও সর্বোপরি হাজার হাজার বিচারপ্রার্থী জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

Add Comment

Click here to post a comment

space for add

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০