বেসরকারি শিক্ষকদের বদলিতে গুরুত্ব পাবে ৩ বিষয়

নিজস্ব প্রতিবেদক
অবশেষে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সুখবর এসেছে। ২০২৬ সালের জানুয়ারির মধ্যে এনটিআরসিএর (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি কার্যকরের আশ্বাস দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ আশ্বাস দেওয়া হয়। শিক্ষকদের বদলিতে প্রাধান্য পাবে তিন বিষয়।

সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে দূরত্বকে, দূরত্বের পর নারী শিক্ষকদের প্রাধান্য দেওয়া হবে এবং এরপর গুরুত্ব পাবে জ্যেষ্ঠতা। এরপর অন্যান্য শর্ত পূরণ করা সাপেক্ষে শিক্ষকরা বদলির সুযোগ পাবেন।

নাম প্রকাশ না করা শর্তে এক কর্মকর্তা বলেন, ‘শিক্ষকদের বদলির ক্ষেত্রে দূরত্বটাই আসল। কেননা দিনাজপুরের একজন শিক্ষক সিলেটে কর্মরত রয়েছেন। বদলিটা সবচেয়ে বেশি তারই প্রয়োজন। এজন্য প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দূরত্বকে বিবেচনা করা হচ্ছে।’

সিনিয়রিটি বিবেচনার ফলে এনটিআরসিএর সুপারিশপ্রাপ্তরা বদলির ক্ষেত্রে পেছনে পড়ে যেতে পারেন এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, ‘সিনিয়রিটি রাখতেই হবে। তবে যেহেতু দূরত্ব সবচেয়ে গুরুত্ব হিসেবে বিবেচনা করা হচ্ছে, সেহেতু এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকরাই প্রাধান্য পাবেন বলে আশা করা যাচ্ছে।’

এদিকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলি সফটওয়্যার তৈরি নিয়ে কর্মশালার আয়োজন করা হয়েছে। আগামীকাল বুধবার (১২ নভেম্বর) বিকাল ৩টায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) এ কর্মশালা অনুষ্ঠিত হবে।

Add Comment

Click here to post a comment

space for add

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০