ঢাকায় আসছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী

নিউজ ডেস্ক: দুই দিনের সফরে বৃহস্পতিবার (১৩ ন‌ভেম্বর) ঢাকা আসছেন যুক্তরা‌জ্যের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যান। এ সফ‌রে বাংলাদেশের পরিস্থিতি বোঝার চেষ্টা করবেন চ্যাপম্যান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা সফরকা‌লে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ব্রিটিশ মন্ত্রী।

এছাড়া, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং বিডা চেয়ারম্যান আশিক চৌধুরীর স‌ঙ্গে চ্যাপম্যানের সাক্ষাৎ হ‌তে পা‌রে।

প্রস্তাবিত সূচি অনুযায়ী, ব্রিটিশ আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী সফরের প্রথম দিনটি কাটাবেন কক্সবাজারস্থ রোহিঙ্গা ক্যাম্পে। সেখানে দায়িত্বরত আইএনজিও প্রতিনিধি, ক্যাম্প ম্যানেজমেন্টে যুক্ত সরকারি কর্মকর্তা এবং অন্য স্টেকহোল্ডারদের সঙ্গে সিরিজ বৈঠক কর‌বেন তি‌নি। ওই‌দিন সন্ধ্যায় ঢাকায় ফি‌রে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাক্ষা‌তে যা‌বেন তি‌নি। পর‌দিন শুক্রবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বিডা চেয়ারম্যানের স‌ঙ্গে দেখা কর‌বেন চ্যাপম্যান।

সূত্র বলছে, সামগ্রিকভাবে বাংলাদেশ পরিস্থিতি নিয়েই বৈঠকগুলোতে মতবিনিময় হওয়ার সম্ভাবনা রয়েছে।

—জা.অর্থনীতি/আরএস

 

space for add

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০