নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পাওয়ার এক মাস পরেই সরিয়ে দেওয়া হয়েছে সাইফুল ইসলামকে। তার স্থলে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে বিসিএস প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপন থেকে এসব তথ্য জানা যায়। এর আগে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের দায়িত্বে ছিলেন।
জানা যায়, গত ১৯ অক্টোবর চট্টগ্রামের জেলা প্রশাসক পদে যোগ দিয়েছিলেন বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা সাইফুল ইসলাম। এরপর থেকে তিনি দায়িত্ব বুঝে নেওয়ার কাজ শুরু করেন। এরই মধ্যে ফের তার বদলির আদেশ জারি হয়। যদিও মন্ত্রণালয় বলছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় প্রশাসনের রদবদলের অংশ হিসেবে এ আদেশ দেওয়া হয়েছে।
ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতনের পর গত বছরের ১২ সেপ্টেম্বর চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েছিলে ফরিদা খানম। তিনি জেলার প্রথম নারী জেলা প্রশাসক ছিলেন। তবে দায়িত্ব পালনকালীন সময়ে তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে।
অনিয়মের মাধ্যমে সরকারি জায়গা বরাদ্দ, সরকারি জায়গা বেহাতে রহস্যজনক নীরবতা ও কোনো কোনো ক্ষেত্রে সহায়তা করা, জেলা প্রশাসনের আওতাধীন বিভিন্ন দপ্তরের ফান্ড তছরুপ করাসহ নানা অভিযোগ ছিল তার বিরুদ্ধে। বদলির আদেশ পেয়ে গত ২৫ সেপ্টেম্বর চট্টগ্রাম ছাড়েন ফরিদা খানম।
—জা.অর্থনীতি/আরএস






Add Comment