মিরপুরে বাসে আগুন দিয়ে পালানোর সময় ১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর বেড়িবাঁধে কিরণমালা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ‘আগুন দিয়ে পালানোর সময়’ স্থানীয়দের ধাওয়ায় তুরাগ নদে পড়ে একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টায় মিরপুরের শাহ আলী থানাধীন বেড়িবাঁধের তামান্না পার্কের সামনে এ ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তির পরিচয় জানাতে পারেনি শাহ আলী থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শী শাকিল নামের একজন বলেন, বাসটিতে আগুন লাগানোর সময় স্থানীয়রা দুজনকে ধাওয়া দিলে একজনকে ধরে ফেলে, আরেকজন তুরাগ নদে ঝাঁপ দেয়। পরে পানি থেকে তার মরদেহ তোলা হয়।

শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, বাসে আগুন লাগিয়ে পালানোর সময় জনগণের ধাওয়ায় একজন তুরাগ নদীতে পড়ে যান। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। একই সময় স্থানীয়দের হাতে রুদ্র মুহাম্মদ (২০) নামে আরেকজন আটক হয়। পরে পুলিশ তাকে হেফাজতে নিয়েছে।

—জা.অর্থনীতি/আরএস

 

space for add

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০