যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের কমিউনিটি কলেজে বিনা মূল্যে ভর্তি ও পড়াশোনার সুযোগ পাবেন ২৫ বছর বা তার বেশি বয়সী শিক্ষার্থীরা। ২ ফেব্রুয়ারি রাজ্যের শিক্ষাক্ষেত্রে বড় ধরনের এই কর্মসূচির ঘোষণা দিয়েছেন গভর্নর গ্রিচেন হুইটমার।
এই কর্মসূচির নাম মিশিগান রিকানেক্ট প্রোগ্রাম। ৩০ মিলিয়ন ডলারের এই কর্মসূচির আওতায় ২৫ বছর বা তার বেশি বয়সী শিক্ষার্থীরা বিনা মূল্যে কমিউনিটি কলেজ থেকে সহযোগী ডিগ্রি বা দক্ষতার সার্টিফিকেট অর্জন করতে পারবেন। এ ছাড়া তাঁদের জন্য ১৫০০ ডলারের বৃত্তির ব্যবস্থাও করা হবে। এই কর্মসূচির আওতায় আসতে হরে শিক্ষার্থীদের অবশ্যই ২৫ বছরের বেশি বয়সের হতে হবে, রাজ্যে এক বছর বা তার বেশি সময় থাকতে হবে ও হাইস্কুল ডিপ্লোমা থাকতে হবে।
গভর্নর হুইটমার বলেন, ভালো চাকরির জন্য শিক্ষা ও দক্ষতা অর্জন করতে হয়। সেই সুযোগ সৃষ্টি করতেই এই পদক্ষেপ। এর ফলে মিশিগানবাসীকে ভালো বেতনের চাকরির জোগান দেবে, ব্যবসায় সফলতা আসবে। এই কর্মসূচির আওতায় যেন ২০৩০ সালের মধ্যে মিশিগানের ৬০ শতাংশ বাসিন্দা পোস্ট সেকেন্ডারি ডিগ্রি অর্জন করতে পারেন সেই প্রত্যাশা করছি।