আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২১ বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দ্বারপ্রান্তে মুজিববর্ষের চেতনায় আগারগাঁওস্থ কোস্ট গার্ড সদর দপ্তরে বাংলাদেশ কোস্ট গার্ডের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান, এমপি। পাশাপাশি উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব জনাব মোস্তাফা কামাল উদ্দীন এবং আমন্ত্রিত অন্যান্য সামরিক ও অসামরিক অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন। মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী উক্ত অনুষ্ঠানে কোস্ট গার্ড এর কর্মকর্তা, নাবিক এবং অসামরিক কর্মকর্তা ও কর্মচারীদের বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের জন্য বাংলাদেশ কোস্ট গার্ড পদক, প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক, বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক ও প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক প্রদান করবেন। উল্লেখ্য, কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল এম আশরাফুল হক, এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি তার অকুতোভয় অবদান, বীরত্ব ও সাহসীকতাপূর্ন কাজের স্বীকৃত স্বরুপ এবছর বাংলাদেশ কোস্ট গার্ড পদকে ভূষিত হবেন। এছাড়াও, উক্ত অনুষ্ঠানে নিন্মে বর্ণিত কোস্ট গার্ড সদস্যবৃন্দ বিভিন্ন শাখায় পদক লাভ করবেনঃ
ক। বাংলাদেশ কোস্ট গার্ড পদক (বিসিজিএম)
১। রিয়ার এডমিরাল এম আশরাফুল হক, এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি
২। ক্যাপ্টেন এস এম মঈন উদ্দীন, (এইচ-১), পিএসসি, বিএন
৩। লেঃ কমান্ডার এম সাজ্জাদ হোসেন, (এক্স), বিএন
৪। লেঃ কমান্ডার ইমতিয়াজ আলম, (এক্স), বিএন
৫। লেঃ কমান্ডার শাহ জিয়া রহমান, (এক্স), বিএন
৬। লেঃ কমান্ডার এম মেহেদী হাসান, (এক্স), বিএন
৭। মোঃ জাহাঙ্গীর আলম, সিপিও(টিডি-১)
৮। মোহাম্মদ আলী, সিপিও(সিডি-১)
৯। মাহমুদ শরীফ, এলএস(টিডি-২)
১০। এম আবু হানিফ, এমই-১
খ। প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক (পিসিজিএম)
১। ক্যাপ্টেন এস এম শরিফ-উল ইসলাম, (এন), এনপিপি, পিসিজিএমএস, পিএসসি, বিএন
২। কমান্ডার মোঃ নিজাম উদ্দিন সরদার, (জি), বিএন
৩। লেঃ কমান্ডার এম ফিরোজ খাঁন, (জি), পিপিএম, পিএসসি, বিএন
৪। লেঃ কমান্ডার এম বায়েজীদ, (এক্স), বিএনভিআর
৫। এম আব্দুর রাজ্জাক, পিও(এফসি-১)
৬। মোঃ রেজাউল করিম, পিও(এফসি-১)
৭। এম সোহরাব হোসেন, এলএমএ
৮। এম ইয়াদুল ইসলাম, এলপিএম
৯। মোঃ সুমন মিয়া, আরও(জি)-১
১০। মোঃ আশিক ইকবাল শাকিল, এবি(এফসি-৩)
গ। বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক (বিসিজিএমএস)
১। রিয়ার এডমিরাল এম শাহজাহান, (এন), এনপিপি, এনডিসি, পিএসসি, বিএন
২। ক্যাপ্টেন এম নূরুল ইসলাম শরীফ, (ই), পিএসসি, বিএন
৩। কমান্ডার এস এম আনোয়ারুল করিম, (এনডি), বিএন
৪। সার্জন লেঃ কমান্ডার ফাতেমা তুজ জোহরা, এএমসি
৫। মোঃ ইয়াকুব আলী, চিফইআরএ
৬। মোঃ মামুন মিয়া, পিও(সিডি-১)
৭। মোঃ মোনাঈম হোসেন, পিও(এফসি-১)
৮। মোঃ সাইফুর রহমান, এলকুক
৯। মামুন-উর-রশিদ, এলইএন
১০। মোঃ শাহীনূল হক, স্টেনোগ্রাফার
ঘ। প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক (পিসিজিএমএস)
১। কমান্ডার এম মাহফুজুর রহমান, (এল), বিএন
২। কমান্ডার এম আশরাফুল আলম, (জি), পিএসসি, বিএন
৩। কমান্ডার এম লোকমান হাকিম, (এনডি), বিএন
৪। লেঃ কমান্ডার মোস্তফা তারিক হায়দার, (ই), বিএন
৫। অনারারি সাব-লেফটেন্যান্ট মোহাম্মদ সেকিল, (এস), বিএন
৬। এম আব্দুস সালাম মিয়া, এমসিপিও(এক্স)
৭। এম সাইফুল ইসলাম, এসসিপিও(এক্স) (সিডি-১)
৮। ইউছুফ আল মামুন, এলএসএ
৯। মোঃ আতিকুল বারী, এবি(কিউআরপি-২)
১০। মোঃ ইয়াকুব মোন্না, এমটিডি
১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশ কোস্ট গার্ড বর্তমানে দেশের বিশাল সমুদ্র ও উপক‚লীয় অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ন অবদান রেখে চলেছে। দেশের সমুদ্রসীমা ও উপক‚লীয় এলাকায় আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণ, জনগণের জানমাল রক্ষা, চোরাচালান-মাদক-মানব পাচার দমনের পাশাপাশি নানাবিধ প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও সহায়তা প্রদানের মধ্য দিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার বিশ্বস্ত প্রতীকে পরিণত হয়েছে। এছাড়াও কোস্ট গার্ডের নিরলস প্রচেষ্টায় চট্টগ্রাম বন্দর ঝুঁকিপূর্ণ বন্দরের তালিকা থেকে বের হয়ে একটি নিরাপদ বন্দরে পরিণত হয়েছে। উল্লেখ্য, ২০২০ সালে বাংলাদেশ কোস্ট গার্ড প্রায় ১১৩ কোটি টাকার চোলচালানকৃত পণ্য আটক, ১ হাজার ৩৩৯ কোটি ৫৬ লক্ষ টাকার মৎস্য ও অবৈধ জাল, ৯৯ কোটি ৫ লক্ষ টাকার অবৈধ মাদক এবং ৩ কোটি ৬৮ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন প্রকার কাঠ আটক করে। এছাড়াও করোনাকালীন ভাইরাস সংক্রমণ ঠেকাতে লকডাউন ব্যবস্থাপনা ও জননিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি খাদ্যসামগ্রী নিয়ে অসহায়, দুঃস্থ, কর্মহীন এবং শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে কোস্ট গার্ড।
মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ দিক নির্দেশনা এবং স্বরাষ্ট্র মন্ত্রীর তত্ত্ববধানে ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঐকান্তিক সহযোগিতায় বিভিন্ন আধুনিক জাহাজ, ঘাঁটি ও জলযান সংযোজনের মাধ্যমে বর্তমানে এ বাহিনীর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। কোস্ট গার্ডকে একটি আধুনিক এবং যুগোপযোগী বাহিনী গড়ে তোলার লক্ষ্যে গত ১৫ নভেম্বর ২০২০ সালে এই বাহিনীতে একই সংগে যুক্ত হয় ৯টি জাহাজ এবং একটি ঘাঁটি।
সময়ের পরিক্রমা ও সুদূরপ্রসারী পরিকল্পনার নিপুণ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ কোস্ট গার্ডকে অধিকতর কার্যকর, শক্তিশালী ও সুদক্ষ বাহিনী হিসাবে গড়ে তুলে দেশের উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে এ বাহিনীর প্রতিটি সদস্য উজ্জীবিত ও বদ্ধপরিকর। মুজিববর্ষ এবং স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীর প্রেরণায় অনুপ্রানিত হয়ে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয়ে জাতির প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করে যাবে বাংলাদেশ কোস্ট গার্ড।