1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৮:৪৭ অপরাহ্ন

লালমনিরহাট জেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে শ্যামল জয়ী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

মোঃ আবুল কালাম লালমনিরহাট জেলা প্রতিনিধি:

লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে আবু বক্কর সিদ্দিক শ্যামল নির্বাচিত হয়েছেন।

বুধবার (৩ এপ্রিল) লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৯ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। রিটার্নিং কর্মকর্তা ও লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ বিকেলে এ ফলাফল ঘোষণা করেন।

সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার ৬টি ভোটকেন্দ্রের ৬টি বুথে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, আবু বক্কর সিদ্দিক শ্যামল মোবাইল ফোন প্রতীকে ২৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক এমপি সুফরা বেগম রুমি কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ২৭৩ ভোট। এ ছাড়াও মমতাজ আলী শান্ত মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৫৮ ভোট, আশরাফ হোসেন বাদল (চশমা) ৭ ভোট, নজরুল হক পাটোয়ারী আনারস প্রতীকে শূন্য ভোট পেয়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ  জানান, জেলার ৪৫টি ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বার, ২টি পৌরসভার মেয়র-কাউন্সিলর ও ৫টি উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানরা এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ৬২২ জন জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এর আগে জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করায় পদটি শূন্য হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি