✍️এম এম মুক্তা ইসলাম:
আজকে তুমি বিবেক হারা
মনে ধরেছে ঘুন,
তোমার মাঝে বিরাজ করে
অমানুষের গুণ।
হিংস্র পশুর মত তুমি
করছো আচরণ,
মুখেও নেই একটুখানি
সত্যতার বচন।
সীমাহীন পাপ করেও
হয়নি তোমার হুঁশ,
সুযোগ পেয়ে খেয়ে যাচ্ছো
ঘুষের পরে ঘুষ।
চুরি,ছিনতাই,খুন করেও
পেয়ে যাচ্ছো পার,
ক্ষমতার ঐ বাহাদুরি
ক’দিন করবে আর?
ভব লীলা সাঙ্গ হবে
সেদিন নয়তো দূরে,
বিবেক হারা ঐ দিন তুমি
মরবে জ্বলে পুড়ে।
সময় থাকতে হও সচেতন
বিবেক করো জাগ্রত,
নয়তো বিবেকের দংশনে
হতে হবে বিক্ষত।