মোঃ মাইনুল হকঃ নীলফামারীর কিশোরগঞ্জে প্রখ্যাত দাদঁন ব্যবসায়ী শরিফুল ইসলামের ৫ তলা বাস ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে আবু সাইদ(৪৫) যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ( ১৬ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টায় উপজেলার প্রাণী সম্পদ মোড়স্থ দাদঁন ব্যবসায়ী শরিফুল ইসলামের ৫তলা ভবনের ছাদ থেকে পড়ে পা ভেঙ্গে যায় এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পায়। তাকে মুমূর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তার পরিবারের সবাই বাহিরে অবস্থান করেন এবং পারিবারিক ভাবে আর্থিক ভাবে অস্বচ্ছল হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কোথাও নিতে পারেনি।
বিষয়টি ভবন মালিক শরিফুল ইসলাম ও আমলে নেয়নি বলে অনেকে মন্তব্য করেছেন। রাত সাড়ে ৯ টায় কাঁতরাতে কাতঁরাতে বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মৃত্যু ব্যক্তির পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন থেকে মানসিক রোগী ছিলেন। তবে তার চলাফেরা ও হাট বাজার স্বাভাবিক ভাবেই করতেন। পরিবারের দাবী তার হঠাৎ করে এতো বড় ভবনের ছাদে ওঠার কথা নয়। অন্য কোন কারণ থাকতে পারে বলে স্বজনরা জোড়ালো দাবী জানিয়েছেন। নিহত আবু সাইদ সদর ইউনিয়নের গদা গ্রামের মৃত্যু জবান উদ্দিনের ছেলে। তার ১ পুত্র সন্তান আছে। স্ত্রীর সাথে বিচ্ছেদের পর তিনি নিরাপদ বৃদ্ধাশ্রমে বসবাস করতেন।
ভবন মালিক শরিফুল ইসলাম বলেন, ঘটনার সময় বাসায় আমার ছোট স্ত্রী ছিলেন। আমি ঘটনার সময় বাইরে ছিলাম। কিভাবে হলো আমি জানি না।
কথা হলে কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র মন্ডল জানান, ৫ তলা ভবন থেকে পড়ে গিয়ে পা ভেঙ্গে যাওয়ার ঘটনা শুনেছি। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দত্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালে আছে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর আসল কারণ জানা যাবে।