সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ডে জালাল আহম্মদ অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলামের সাথে স্কুলের অভিভিবক ও শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়,বুধবার (১৭/০৪/২৪ইং) সকাল ১১টায় পৌরসভার ৯নং ওয়ার্ড শিবপুরস্হ জালাল আহম্মদ অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের সহ-সভাপতি সীতাকুণ্ড প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মীর মোঃ দিদারুল হোসেন টুটুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অত্র স্কুলের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম,প্রধান বক্তা বিশিষ্ট শিক্ষাবিদ সীতাকুণ্ড সডেল সরকারী হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক নজির আহমদ,প্রধান আলোচক সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি ও স্কুলের সহ-সভাপতি সুব্রত চক্রবর্তী সৌমিত্র,বিশেষ অতিথি ও স্কুলের সহ-সাধারণ লিটন কুমার চৌধুরী।শুভেচ্ছা বক্তব্যে রাখেন স্কুলের প্রধান শিক্ষক তপন চক্রবর্তী।
প্রধান অতিথি কে এম রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন,প্রতিবন্ধী স্কুলের সাথে সম্পর্ক রাখা আমার খুব ভাল লাগে।আমি স্কুলের শিক্ষকদের ধন্যবাদ জানাই এজন্যই যে,তারা নিজের অর্থ দিয়ে স্কুলটিকে এখনো পর্যন্ত ধরে রেখেছেন।বিশেষ করে আমি স্কুলের ছাত্রছাত্রীদের সাথে কথা বলে খুব অভিভূত হয়েছি।তাদের যে মেধা দেখলাম তারা যদি এ স্কুল থেকে ভাল শিক্ষা পায় তাহলে তাদের অনেক সুন্দর জীবণ গড়ে উঠবে।তাই এ স্কুলের জন্য যা যা করা দরকার তা আমার সাধ্যমত করবো।এদিকে আমন্ত্রিত অন্যান্য বক্তারা স্কুলের অভাব গুলো পূরণের জন্য প্রধান অতিথির জোড়ালো ভূমিকা রাখার জন্য উদাত্ত আহ্বান জানান।আরো বক্তব্যে রাখেন,সিনিয়র শিক্ষিকা শিরীনা আক্তার,সিনিয়র শিক্ষিকা সঞ্চিতা দেবী শর্মা প্রমূখ।উল্লেখ্য প্রধান অতিথি স্কুলের প্রতিটি শ্রণি কক্ষ ঘুরে ঘুরে দেখেন এবং ছাত্রছাত্রীদের সাথে হাস্যে উজ্জ্বল ভাবে কৌশল বিনিময় করেন।পরে তাকে স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা আরজুমান আক্তার লিপি ফুল দিয়ে বরণ করে নেন এবং ক্রেস প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি ও স্কুলের সহ-সভাপতি দিদারুল হোসেন টুটুল।