সীতাকুণ্ড প্রতিনিধিঃ জানা যায় আজ ১৮ ই এপিল( বৃহস্পতিবার) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামে প্রায় ৩০ বছরের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ায় মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন,ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রতিবাদ করলেই মিথ্যা ও সাজানো মামলায় আসামি হতে হচ্ছে। ভূমি দস্যুদের ভয়ে অনেকে এলাকা থেকে ঘর ছাড়া হয়েছেন। এলাকাবাসী প্রশাসনের
এসপি,উপজেলা নির্বাহী অফিসার ও সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ ওসি এর সহায়তা কামনা করছেন, এই বিষয়ে ভুক্ত দুলাল জানান এই রাস্তা ৩০ বছর পর্যন্ত আমি ও লোকজন এবং ১৪ টা পরিবার চলাফেরা করে, ভূমিদস্যু নুরুল আফসার গং সরকারি রাস্তা সহ আমার ভাড়াটিয়াদের চলাচলের রাস্তাতার তারের কাটা দিয়ে বন্ধকরে দেন, এ বিষয়ে নুরুল আফসার কে জিজ্ঞেস করলে জায়গাটি তার বলে তিনি দাবী করেন, প্রশ্নে কোন সৎ-উত্তর মিলেনি তার কাছ থেকে। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন,আবুল কাশেম দুলাল, হাসান, শাহানা আক্তার ও নাসরিন বেগম প্রমুখ।এলাকায় এই রাস্তা বন্ধ নিয়ে মানববন্ধন হয় এলাকার মানুষ নুরুল আফসার গং এর বিরুদ্ধে ক্ষুদ্ধ এবং এলাকায় ঘটনাস্থলে গেলে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।