মোঃ জিল্লুর রহমান আজাদ: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ভিডিও’র জেরে বালুচর খাসমহল আলী মার্কেট রোডে ২ পক্ষের সংঘর্ষে ইটের আঘাতে ১ জন আহত। ২ গুরুপের টেটা নিক্ষেপ সংঘর্ষে নিয়ন্ত্রণে আনতে সিরাজদিখান থানার ওসি মুজাহিদুল ইসলাম, সাব-ইন্সপেক্টর লোকমান ও তদন্ত ওসি মোক্তার হোসেন ১৫ জন সঙ্গীও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ২ গুরুপের ৬ জন টেটানিক্ষেপ কারি কে আটক করেছে পুলিশ।
পুলিশ তাৎক্ষণিক পরিস্থিতি স্বাভাবিক এনে বালুচর আলী মার্কেট রোডে পুলিশ মোতায়েন করেন।
জানাযায় আলী মার্কেটের শাকিল (৩২) ফেসবুক ভিডিও লাইভে এসে একই এলাকার হানিফ (৪২) এর বিরুদ্ধে বিভিন্ন ধরনের গালিগালাজ ও হুমকি ধামকি দিয়ে থাকেন। তাহারই সূত্র ধরে ২ গুরুপের মধ্যে টেটাযুদ্ধে সংঘর্ষে জড়িয়ে ১জন আহত হয় । তারপর থেকেই সংঘর্ষ আরো বাড়তে থাকে। এ সংঘর্ষ কবে শেষ হবে তা জানেনা এলাকাবাসীও । এ বিষয়ে সিরাজদিখান থানার ওসি মুজাহিদুল ইসলাম কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যেভাবে এ এলাকার মানুষ টেটাযুদ্ধে জরিয়ে সাধারণ মানুষের দুর্বিগ্ন ঘটায় । সাধারণ মানুষের জানমাল নিরাপত্তার জন্য ২ গুরুপের ৬ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত ওসি মুক্তার হোসেন কে জিজ্ঞাসা করলে তিনি বলেন যা ঘটেগেছে এ পর্যন্ত সীমাবদ্ধ থেকে ২ পক্ষে মীমাংসা হয়ে যাক , আমরা চাই এলাকার মানুষ ভালো থাকুক মারামারি, ভাঙচুর বা সংঘর্ষে না জরাক । কিন্তু ভিডিওয়ের জের ধরেই এ সংঘর্ষ চলে আসছে । আজ প্রশাসন এসেছে সংঘর্ষ থামিয়ে দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে প্রশাসন না আসলে এই পরিস্থিতি ভয়াবহ রূপে রূপ নিত। দৈনিক জাতীয় অর্থনীতির সাংবাদিককে জানান। আজকে খাসমহল বালুরচর আলী মার্কেট রোডে ভিডিও কে বিস্তার করে ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় এখানে যারা আছে । অধিকাংশ মানুষই শান্তি চায়,আর সিরাজদিখানের অধিকাংশ মানুষই শান্তিপূর্ণ , কিছু আছে দুষ্কর তাদের নিজেদের স্বার্থ হাসিল করার জন্য ভিডিও নিয়ে বিস্তার ঘটাতে চায়।